ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
বাংলাদেশ-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: উন্মোচিত হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ট্রফি।  

বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এ সিরিজের ট্রফি উন্মোচন করেন।

 

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে এ ম্যাচ।  

১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুরে। একই ভেন্যুতে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচটি।  

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছিল মাত্র একবার। দুবাইয়ে ২০২১ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।