ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ডেথ বোলিংয়ে যে কৌশল মানেন হাসান মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
ডেথ বোলিংয়ে যে কৌশল মানেন হাসান মাহমুদ ছবি: শোয়েব মিথুন

প্রথম দুই ওভারে দিয়েছিলেন ২১ রান। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ান হাসান মাহমুদ।

ইনিংসের ১৭ ও ১৯তম ওভার করতে এসে দেন কেবল ৫ রান। এর সঙ্গে দুটি উইকেটও নেন। ডেথ বোলিংয়ে তার সুনাম ছিল অনেকদিনের।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তার প্রমাণ দেন হাসান মাহমুদ। এই পেসার শনিবার এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানেই তিনি জানিয়েছেন ডেথে সফল হওয়ার মন্ত্র। মূলত নিজের শক্তির জায়গাতেই ভর করেন তিনি।

এ নিয়ে হাসান বলছিলেন, ‘আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল যদি ডট দিতে পারি, পরের বলের জন্য সেটাই চিন্তা থাকে। যদি বাউন্ডারি হয়েও যায়, তবু আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা পছন্দ করি, সে বলটা করি। ওই সময়টায় আমি নিজের ক্যারেক্টারটা শো করতে পছন্দ করি। আমি চাই ওই চ্যালেঞ্জটা নিতে। ’

টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডেতেও খেলেন হাসান মাহমুদ। এই পেসার একদিনের ফরম্যাটে খেলেছেন ছয় ম্যাচ। দুই ফরম্যাটের পরিকল্পনা জানতে চাওয়া হয় হাসানের কাছে।

জবাবে তিনি বলেছেন, ‘ওয়ানডেতে তো আমরা ১০ ওভার করি। প্রথম ৫ ওভারের একটা পরিকল্পনা থাকে। বল যখন নতুন থাকে তখন সুইং নিয়ন্ত্রণ করা, লাইন-লেংথে বোলিং করা, ফিল্ডিং অনুযায়ী বোলিং করা। পরে ৩০ ওভারের পর যখন বোলিংয়ে আসা হয়, তখন পরের ৫ ওভারের পরিকল্পনা অন্যরকম। তখন রান কম দেওয়ার চেষ্টা থাকে। ব্যাটসম্যান তখন মারতে চায়। তখন কিছুটা ভিন্ন পরিকল্পনায় বোলিং করা হয়। ’
 
‘টি-টোয়েন্টিতে তো ৪ ওভার থাকে। খুবই দ্রুত শেষ হয়ে যায়। ওই সময় ব্যাটসম্যান শুরু থেকেই মারতে চায়। আমাদেরও শুরু থেকে রান কম দেওয়ার চিন্তা করি। এটুকুই পার্থক্য। যে ধরনের বলে ডট পাওয়া যাবে, ওইটাই বেশি চেষ্টা করি। ’

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।