ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের মতো হতে পারবেন, বিশ্বাস মিরাজের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
সাকিবের মতো হতে পারবেন, বিশ্বাস মিরাজের

বয়সভিত্তিক পর্যায় থেকেই আলোচনায় ছিলেন মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডার হিসেবে তাকে নিয়ে ‘ভবিষ্যৎ সাকিব আল হাসান’ এমন কথাও হয়েছে নিয়মিত।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে বোলারই বনে গিয়েছিলেন পুরোপুরি।

তবে ধীরে ধীরে ব্যাটিং ও ফিল্ডিংয়ে নিজেকে চেনাচ্ছেন মিরাজ। সাকিব না থাকলে তার অভাব কিছুটা হলেও পূরণ করতে পারবেন তিনি, এমন ভাবনা সবার। মিরাজও কি বিশ্বাস করেন এমন? একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে অনুষ্ঠানে অংশ নিলে বুধবার প্রশ্ন করা হয় তাকে। জবাবে এই অলরাউন্ডার বলেছেন, ‘বিশ্বাস না করলে তো যেতে পারবো না। অবশ্যই বিশ্বাস করি। ’

‘অলরাউন্ডার দলে যত বেশি থাকে, দলের পজিশন তত ভালো থাকে। দলের কম্বিনেশন অনেক ভালো হয়। সাকিব ভাই তো আমরা জানি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন, সবসময়ই ছিলেন। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্ব মানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন হবো। ’ 

যদিও মিরাজ বলছেন, দলে বেশি দরকার ‘ম্যাচ উইনার’। তিনি বলেন, ‘দলের ভেতর যত বেশি উইনিং খেলোয়াড় থাকবে...যদি একজন থাকে, আমরা বিশ্বাস করি ও জেতাতে পারে, আর কেউ পারে না; এটা কিন্তু হয়তো একদিন জেতাতে পারবে কিন্তু দিনের পর দিন পারবে না। আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যেহেতু নিজের ব্যাটিং ভালো হয়েছে; চেষ্টা করবো ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখার। ’

ইংল্যান্ডের বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের করেছে হোয়াইটওয়াশ। এ নিয়েও কথা বলেছেন মিরাজ। তিনি বলছেন তাদের গুরুত্ব ছিল ‘প্রসেসে’।

মিরাজ বলেন, ‘আমরা ফল নিয়ে চিন্তা করিনি প্রথম যখন খেলেছি। আমরা চেষ্টা করেছি প্রসেসে কীভাবে উন্নতি করা যায়। রেজাল্ট এটা আউটকাম, দিনশেষে হবে। কিন্তু আমরা যদি প্রসেস অনুসরণ না করি, রেজাল্ট কখনো আসবে না। আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। ওভারঅল টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলে জিতেছি। ’

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।