ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্রুতই সাজঘরে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
দ্রুতই সাজঘরে ফিরলেন তামিম ছবি: সংগৃহীত

চোটের কারণে খেলতে পারেননি ভারত সিরিজে। ইংল্যান্ড প্রিয় প্রতিপক্ষ হলেও ওয়ানডে সিরিজে নিষ্প্রভ ছিলেন তামিম ইকবাল।

এবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও হাসেনি তার ব্যাট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানেই তামিমকে হারায় বাংলাদেশ। ৯ বলে কেবল ৩ রান করেন টাইগার অধিনায়ক।  ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মার্ক এডেরকে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় স্লিপে থাকা পল স্টার্লিংয়ের হাতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলেছে স্বাগতিকরা। লিটন দাস ৭ ও নাজমুল হোসেন শান্ত ৭ রানে অপরাজিত আছেন।

এদিকে এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের। গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করার পর জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান তিনি। এরপর মাঝে ডিপিএলের একটি ম্যাচে ভালো করেন। এবার সুযোগ হয়েছে ওয়ানডের একাদশেও। আগের দিন ফুটবল খেলতে গিয়ে চোখে ব্যথা পাওয়া মেহেদী হাসান মিরাজকে রাখা হয়নি একাদশে।

বাংলাদেশ সময় :১৪২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।