ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

কাছে গিয়েও সেঞ্চুরি পাওয়া হলো না সাকিবের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
কাছে গিয়েও সেঞ্চুরি পাওয়া হলো না সাকিবের

যেভাবে খেলছিলেন, সেঞ্চুরি পেতে পারতেন অবলীলায়ই। ২ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে এসেছিলেন।

এরপর ৮১ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ ধুঁকছিল এক সময়। সেখান থেকে তৌহিদ হৃদয়কে নিয়ে দলকে টেনে তুলেছেন। কিন্তু সাকিব আল হাসান ছুঁতে পারেননি তিন অঙ্ক।  

হিউমের বলে উইকেটের পেছনে যখন ক্যাচ দেন, ৯ চারে ৮৯ বলে ৯৩ রান করেছেন তিনি। সাকিবের সেঞ্চুরি না পাওয়ার ১৩৭০ দিন হয়ে গেল। সর্বশেষ ২০১৯ সালের ১৭ জুন সেঞ্চুরি করেছিলেন তিনি।  

৯৩ রানে আউট হয়ে সাকিব আরেকটি খারাপ রেকর্ডও নিজের করে নিয়েছেন। মুশফিকের রহিমের সঙ্গে যৌথভাবে ওয়ানডেতে চতুর্থ ও সব মিলিয়ে অষ্টমবারের মতো ‘নার্ভাস নাইন্টিজে’ আটকে গেছেন তিনি।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৪৩ রান করেছে বাংলাদেশ। হৃদয় ৭০ বলে ৬৭ ও মুশফিক ৯ বলে করেছেন ১৭ রান।  

বাংলাদেশ সময় : ১৭০৩ ঘণ্টা, ১৮ মার্চ, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।