ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে প্রবেশ নিয়ে দ্বন্দ্বে সিলেটে দর্শক আটক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
মাঠে প্রবেশ নিয়ে দ্বন্দ্বে সিলেটে দর্শক আটক

সিলেট থেকে : বিপিএলের সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল দর্শকদের ঢল। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দেখা যাচ্ছে তার উল্টো।

প্রথম ম্যাচের পর দ্বিতীয়টিতেও খুব একটা দর্শকের দেখা মেলেনি। গ্যালারির বড় অংশই থাকছে ফাঁকা।

সোমবার দ্বিতীয় ওয়ানডের সময় ঘটেছে এক অপ্রীতিকর ঘটনাও। পুলিশের সঙ্গে ঝামেলা করে ম্যাচের সিকিউরিটির দায়িত্বে থাকা সাকিব নামে একজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, মাঠে দর্শক ঢোকানো নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে সেটি গড়ায় হাতাহাতিতেও। সাকিবের শার্টের বোতাম ছেঁড়া দেখা গেছে। পরে তাকে আটক করে সিলেটের বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।

দায়িত্বে থাকা বিমানবন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাংশু বাংলানিউজকে জানান, ‘আমি এখনও ঘটনার বিস্তারিত জানি না। শুনেছি কোনো একটা সমস্যা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ’

বাংলাদেশ সময় : ১৭২৭ ঘণ্টা, ২০ মার্চ, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।