ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় ওয়ানডের দলেও নেই আফিফ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
তৃতীয় ওয়ানডের দলেও নেই আফিফ

সিলেট থেকে :  আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না আফিফ হোসেন। এর আগে জায়গা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতেও।

এবার আফিফ হোসেন নেই আইরিশদের বিপক্ষে তৃতীয় ম্যাচের স্কোয়াডেও নেই তিনি।

এর আগে তার ঢাকা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। তখন এর ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘শুধু শুধু এখানে রেখে তো কোনো লাভ নেই। দলে ব্যাকআপ খেলোয়াড়ও আছে। তাই ঢাকায় ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ’

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচে আবহনী-মোহামেডান ম্যাচ। এ ম্যাচে খেলবেন আফিফ। যদিও গুঞ্জন আছে ব্যাটিং পজিশন নিয়ে কোচের সঙ্গে মতের অমিল আছে তার।   

আফিফ ছাড়াও এ ম্যাচের দলে রাখা হয়নি পেসার শরিফুল ইসলামকে। প্রথম দুই ম্যাচের একাদশেও ছিলেন না তিনি।

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রনি তালুকদার।

বাংলাদেশ সময় : ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।