ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রিশাদ এখন ‘ভালো কিছু করার’ চাপে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
রিশাদ এখন ‘ভালো কিছু করার’ চাপে

সিলেট থেকে: চন্ডিকা হাথুরুসিংহে আসার পর থেকেই রিশাদ হোসেনকে নিয়মিত দেখা গেছে জাতীয় দলের নেটে। সবার প্র্যাকটিস জার্সি থাকলেও তিনি অন্য পোশাকে বল করতেন তামিম ইকবালদের।

এবার এই লেগ স্পিনারের সুযোগ হয়েছে জাতীয় দলেই। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন রিশাদ।  

আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় ছিলেন তিনি। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। জুবায়ের হোসেন লিখনের পর জাতীয় দলে কোনো লেগ স্পিনারই স্থায়ী হতে পারেননি। মাঝে কিছুদিন চেষ্টা চলেছে আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে। বহুদিন পর কোনো লেগ স্পিনার সুযোগ পাওয়ায় রিশাদ কি চাপে আছেন?

তিনি বলছিলেন, ‘চাপ বলতে, ভালো লাগা কাজ করে সবারই। আরেকটা বিষয় হলো, আমি যেন সুযোগ পেলে ভালো কিছু করতে পারি, এটাই সবচেয়ে বড় চাপ আর কি। আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি। স্বাভাবিক আছি। আলহামদুলিল্লাহ। ’

স্পিন কোচ রঙ্গনা হেরাথের থেকে পরামর্শ নিয়ে রিশাদ বলেছেন, ‘নেটে বা প্রস্তুতি ম্যাচে বা অনুশীলন সেশনগুলোয় অনেক কাজ করেছি উনার সঙ্গে। উনার সাথে কাজ করার পর আগের থেকে ৩০-৫০ শতাংশ উন্নতি করেছি। যেগুলো কথা বলেছে, ওগুলো নেওয়ার চেষ্টা করেছি। কাজ করেছি। সব কিছু মিলিয়ে ঠিক আছে। ’

‘আমার মনে হয়, এটা (ম্যাচ না পাওয়া) আমাদেরই হয়তোবা ঘাটতি যে, আমরা সুযোগ পাচ্ছি কিন্তু কাজে লাগাতে পারছি না। এটা আমাদেরই চেঞ্জ করতে হবে। আমি হয়তো সুযোগ পেয়েছি দুইটা, আমাকে দুইটার মধ্যেই সুযোগ কাজে লাগাতে হবে। তাহলে আমি পরবর্তীতে আরও সুযোগ পাব ইনশাআল্লাহ। ’

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।