ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘গোল্ডেন ডাক’-এর হ্যাটট্রিক সূর্যকুমারের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
‘গোল্ডেন ডাক’-এর হ্যাটট্রিক সূর্যকুমারের

সূর্যকুমার যাদবের পরিচয় বিধ্বংসী ব্যাটার হিসেবেই। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ওপর রীতিমত ঝড় বইয়ে দেন তিনি।

এই ফরম্যাটের র‍্যাংকিংয়েও শীর্ষ অবস্থান এই ডানহাতি ব্যাটারের। কিন্তু ওয়ানডেতে সেই চেনা রূপ যেন হারিয়ে ফেলেছেন তিনি।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই কোনো রান করতে পারেননি সূর্যকুমার। শুধু কি তাই, তিন ম্যাচেই আউট হয়েছেন প্রথম বলেই। অর্থাৎ টানা তিন 'গোল্ডেন ডাক'! প্রথম দুই ম্যাচে অজি ফাস্ট বোলার মিচেল স্টার্কের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন সূর্য। আর আজ স্পিনার অ্যাশটন অ্যাগারের বলে হয়েছেন বোল্ড।  

সূর্যের আউটের পর শেষ ওয়ানডেতে চাপে পড়ে গেল ভারত। অজিদের দেওয়া ২৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের স্কোর এখন ৪১.২ ওভারে ৬ উইকেটে ২১০ রান। হার্দিক পান্ডিয়া ৩৬ বলে ৩৮ ও রবিন্দ্র জাদেজা ২০ বলে ১২ রানে ব্যাট করছেন। এর আগে ৭২ বলে ৫৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৩০ রান।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।