ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জেতার পরদিন তামিমের সেঞ্চুরি, জিতলো প্রাইম ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
সিরিজ জেতার পরদিন তামিমের সেঞ্চুরি, জিতলো প্রাইম ব্যাংক

শুরুতে ব্যাট করতে নেমে দুইশর আগেই অলআউট হয় মোহামেডান। জবাব দিতে নেমে প্রাইম ব্যাংকের হয়ে দারুণ শুরু করেন তামিম ইকবাল।

আগের দিন আয়ারল্যান্ডকে সিরিজ হারিয়ে আসা ওয়ানডে অধিনায়ক দেখা পান সেঞ্চুরিরও। তাতে সহজ জয় পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

শুক্রবার নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানকে ৭ উইকেটে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করে ৪২ ওভার শেষেই ১৯৯ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। জবাব দিতে নেমে ৪০ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় প্রাইম ব্যাংক।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তামিম ইকবালের দল। আগে ব্যাট করতে নামা মোহামেডানের উদ্বোধনী জুটিতে ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কন ৪৪ রান যোগ করেন।  নাসির হোসেনকে ফিরতি ক্যাচ দিয়ে ২২ রান করা ইমরুল ফিরলে ভাঙে এই জুটি। তিন নম্বরে নেমে সৌম্য সরকার ১৫ বলে করেন ১৭ রান।  

অঙ্কন আউট হয়েছেন ৪২ বলে ৪ চার ১ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করে। এরপর আর দলের হাল ধরতে পারেননি মোহামেডানের কোনো ব্যাটার। ক্রিজে থিতু হয়েই আসা যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরা। জাতীয় দল থেকে ছিটকে পড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ বলে করেন ১৮ রান। এছাড়া অনুষ্টুপ মজুমদার ২৫, আরিফুল হক ২২, শুভাগত হোম করেছেন ২৬ রান।  

প্রাইম ব্যাংকের হয়ে ২৯ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন নাসির হোসেন। ২টি করে নেন রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা।

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় নেমে প্রাইম ব্যাংকের হয়ে উদ্বোধনী জুটিতে তামিম ও মোহাম্মদ মিঠুন মিলে ৭৩ রান করেন। ৩৬ বলে ৩১ রান করে অধিনায়ক মিঠুন শুভাগত হোমের শিকার হলে ভাঙে তাদের জুটি। বল হাতে দুর্দান্ত নাসির অবশ্য ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। ৮ বলে ১ রান করেন তিনি, ২ বলে ১ রান করে ফেরেন ইয়াসির আলিও। দুজনের উইকেটই নেন খালেদ আহমেদ।  

কোনো উইকেট না হারিয়ে ৭৩ রান থেকে ১০ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে ফেলে প্রাইম ব্যাংক। তবে দলীয় রান ১০০ হওয়ার আগেই ৭৬ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন তামিম।  

মুশফিকুর রহিমকে নিয়ে বাকি পথ পাড়ি দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ৪৩তম ওভারেই দল জেতানোর পথে তামিম অপরাজিত থাকেন ১৫৬ বলে ১২ চারে ১০৯ রানে। ৫৭ বলে ২ চারে মুশফিক অপরাজিত থাকেন ৩৯ রানে।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।