ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে হারাতে আইরিশদের অনুপ্রেরণা আফগানিস্তান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
বাংলাদেশকে হারাতে আইরিশদের অনুপ্রেরণা আফগানিস্তান

চট্টগ্রাম থেকে : ‘ফরম্যাট যত ছোট হয়, ব্যবধানও তত কমে আসে’— ক্রিকেটের সবচেয়ে প্রচলিত কথাগুলোর একটি। টি-টোয়েন্টিতে তাই নিয়মিতই দেখা মেলে অপ্রত্যাশিত জয়-পরাজয়ের।

একদিন আগের ঘটনাই যেমন। প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে দেয় আফগানিস্তান, সেটিও টি-টোয়েন্টি ফরম্যাটে।  

শারজায় পাকিস্তানকে ছয় উইকেটে হারায় আফগানিস্তান। এই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন আয়ারল্যান্ডের কোচ আইনরিখ মালানও। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আইরিশরা। সোমবার থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এর আগে আফগানিস্তানের উদাহরণ টানলেন আয়ারল্যান্ড কোচ।  

মালান বলেছেন, ‘আমার মনে হয় কয়েকদিন পিছিয়ে গেলেই আপনি দেখবেন আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। ছোট ফরম্যাটে দলগুলো ম্যাচ আরও ক্লোজ করছে। আমার মনে হয় টি-টোয়েন্টিতে এটাই রোমাঞ্চকর সময়। অনেকদিন ধরেই দেখিয়েছি আমরা টি-টোয়েন্টিতে ভালো করতে পারি। আশা করি আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো। আমার মনে হয় ছেলেরা এখন আরও ভালো ধারণা রাখে কী আছে। আশা করি আমরা ভালো কিছু করতে পারবো। ’

‘এই সিরিজ দারুণ চ্যালেঞ্জের হবে। কয়েক সপ্তাহ আগে তারা (বাংলাদেশ) বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে এই ফরম্যাটে। কিন্তু একইসঙ্গে আমরাও এটা নিয়ে রোমাঞ্চিত। বিশ্বকাপে আমরা দেখিয়েছি এমন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি, যেটা রোমাঞ্চকর, মানুষ দেখতে আগ্রহী। এই ধরনের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করতে পারা দারুণ অভিজ্ঞতার সুযোগ অভিজ্ঞ ও তরুণদের জন্য। ’

প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ করে বাংলাদেশ। পরের ম্যাচে সেটিকেও ছাপিয়ে যায়। এরপর প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পায় ১০ উইকেটে। এখন ফরম্যাট বদলে গেছে। আয়ারল্যান্ডের প্রত্যাশায় কেমন ফল?

তিনি বলেছেন, ‘আপনি যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাইবেন। আমার মনে হয় এটা অনেকবার বলেছি, আমরা বুঝতে পারছি আন্তর্জাতিক ক্রিকেট জয়-পরাজয়ের খেলা। কিন্তু আমার জন্য, আমরা সবসময়ই চাই ৩-০তে জিততে। কিন্তু বাংলাদেশকে ৩-০তে হারানোটা মূল বিষয় না। আমাদের জন্য ব্যাপার হচ্ছে একটা নির্দিষ্ট পথ ও ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে। আশা করি এটা অনেকদিন করতে পারলে ৩-০তে জয় এমনিতেই আসবে। ’

বাংলাদেশ সময় : ১৪২২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।