ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আর্শদীপের বোলিং ঝলকে পাঞ্জাবের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
আর্শদীপের বোলিং ঝলকে পাঞ্জাবের জয়

ব্যাট হাতে ঝড় তুলেছিলেন রোহিত শর্মা, ক্যামেরন গ্রিন এবং সূর্যকুমার যাদব। শেষদিকে বিধবংসী ব্যাটিংয়ে সম্ভাবনা জাগিয়েছিলেন টিম ডেভিডও।

আর তাতে বিশাল লক্ষ্য পার করার স্বপ্ন দেখছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু আর্শদীপ সিংয়ের বোলিং ঝলকে বাজিমাত করল পাঞ্জাব কিংস।

আইপিএলের ৩১তম ম্যাচে আজ পাঞ্জাব ১৩ রানের জয় তুলে নিয়েছে। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। জবাবে ৬ উইকেট হারিয়ে ২০১ রান তুলতে পারে মুম্বাই। এই ছয় উইকেটের ৪টিই তুলে নিয়েছেন পাঞ্জাবের  পেসার আর্শদীপ সিং। এর মধ্যে শেষ ওভারেই শিকার করেছেন টানা দুই উইকেট।  

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ওপেনার ঈশান কিষাণের (৪) উইকেট হারালেও রোহিত শর্মা ও ক্যামেরন গ্রিনের ব্যাটে ঘুরে দাঁড়ায় মুম্বাই। দুজনেই পাঞ্জাবের বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। রোহিত ফিফটির দেখা না পেলেও খেলেছেন ২৭ বলে ৪৪ রানের দারুণ এক ইনিংস।  

তবে অধিনায়কের বিদায়েও চাপে পড়েনি স্বাগতিকরা। বরং সূর্যকুমার যাদব এসেই আগ্রাসী ব্যাটিংয়ে পাঞ্জাবের বোলিং লাইনআপ তছনছ করে দেন। মাত্র ২৩ তুলে নেন ফিফটি, যা টি-টোয়েন্টিতে তার দ্রুততম। অপরপ্রান্তে যোগ্য সঙ্গ দেন গ্রিন। তিনিও পান ফিফটির দেখা। ৪৩ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলে গ্রিন বিদায় নেওয়ার পর আরও বেশি করে হাত খুলে খেলতে থাকেন সূর্য।  

সূর্য-ঝড়েই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে মুম্বাই। কিন্তু শেষ করে আসতে পারেননি তিনি। ২৬ বলে ৫৭ করে আউট হয়ে যান তিনি; মুম্বাই ১৮২ রানে চতুর্থ উইকেট হারায়। তবে তখনও অপরপ্রান্তে ভরসা হয়ে ছিলেন টিম ডেভিড। কিন্তু শেষ ওভারে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন আর্শদীপ সিং। ওই ওভারে দরকার ছিল ১৬ রান। প্রথম দুই বলে ১ রান খরচ করার পর টানা দুই বলে দুই উইকেট তুলে নেন আর্শদীপ। দুইবারই মিডল স্ট্যাম্প ভাঙেন পাঞ্জাবের এই পেসার।  

শেষ ওভারে মাত্র ২ রান খরচ করেন আর্শদীপ। সমানসংখ্যক উইকেট নেওয়ার পাশাপাশি দুটি ডটও দিয়েছেন এই ডানহাতি পেসার। এ কারণে স্ট্রাইকে ফিরতে পারেননি মুম্বাইয়ের শেষ ভরসা  টিম ডেভিড। ফলে বিফলেই যায় তার ১৩ বলে অপরাজিত ২৫ রানের দুর্দান্ত ইনিংস।  

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে ম্যাথু শর্টের (১১) উইকেট হারায় পাঞ্জাব। এরপর নিয়মিত বিরতিতে ৩ উইকেট হারালেও রান তোলার গতি ঠিক পথেই ছিল। পাঁচ ও ছয়ে ব্যাট করতে নামা হরপ্রীত সিং ও এই ম্যাচে পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারান দারুণভাবে হাল ধরেন। হরপ্রীতের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪১ রান। আর কারান খেলেন ২৯ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৫ রানের বিধ্বংসী ইনিংস। শেষদিকে মাত্র ৭ বলে ৪ ছক্কায় ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দারুণ ভূমিকা রাখেন জিতেশ শর্মা।  

৭ ম্যাচে চতুর্থ জয় পাওয়া পাঞ্জাব আছে পয়েন্ট টেবিলের পাঁচে। আর ৬ ম্যাচের ৩টিতে হেরে যাওয়া মুম্বাই আছে সাতে।

সংক্ষিপ্ত স্কোর:

পাঞ্জাব কিংস- ২০ ওভারে ২১৪/৮ (হরপ্রীত সিং ৪১, কারান ৫৫; অর্জুন টেন্ডুলকার ৪৮/১, গ্রিন ৪১/২, পীযূষ চাওলা ১৫/২)

মুম্বাই ইন্ডিয়ান্স- ২০ ওভারে ২০১/৬ (গ্রিন ৬৭,  সূর্যকুমার ৫৭, রোহিত ৪৪; আর্শদীপ ২৯/৪)

ফলাফল- পাঞ্জাব ১৩ রানে জয়ী।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।