ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের রেকর্ড ভাঙলেন কোহলি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
মুশফিকের রেকর্ড ভাঙলেন কোহলি

টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমের ব্যাটিং নিয়ে সমালোচনা আছে। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরও নিয়েছেন তিনি।

তবে এই ফরম্যাটে একটি রেকর্ড এতদিন তার দখলে ছিল, যা ভেঙে দিয়েছেন বিরাট কোহলি।  

গত বুধবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কোহলি ৩৭ বলে ৫৪ রান করেন। এই ইনিংসের সুবাদেই এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান কোহলি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচের কোহলির রান এখন ৩০১৫; আছে ৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরিও।

কোহলির আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিকানা ছিল মুশফিকের দখলে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১২৯ ম্যাচে ১৮টি হাফ-সেঞ্চুরিতে তার সংগ্রহ ২৯৮৯ রান। এই তালিকার তৃতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক মিরপুরে ১৩৭ ম্যাচে করেছেন ২৮১৩ রান।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।