ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ফাইনাল’ নিয়ে কোনো চাপ নেই শেখ জামালের 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
‘ফাইনাল’ নিয়ে কোনো চাপ নেই শেখ জামালের 

ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন, সেই আত্মবিশ্বাস তো ছিলই; সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শক্তি হয়েছে ‘দল’ হয়ে খেলার তাড়না। অধিনায়ক নুরুল হাসান সোহান বললেন তাদের সফল হওয়ার কারণ।

ডিপিএলের সুপার লিগ পর্বের শেষদিন শনিবার। এদিন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে শেখ জামাল। লিগ পর্বের টুর্নামেন্টেও এই ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল। ১৫ ম্যাচে সমান ১৩টি করে জয়ে দুই দলের পয়েন্টই ২৬। জিতলেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।  

এ ম্যাচের আগে শেখ জামাল অধিনায়ক সোহান সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যখন টুর্নামেন্ট শুরু করেছিলাম, আমরা চাচ্ছিলাম ম্যাচ বাই ম্যাচ যেতে। কিন্তু আমাদের মাথায় এটাই ছিল যে আমরা যদি দল হিসেবে খেলতে পারি এবং যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন; অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবো। ওটাই আসলে ফোকাস ছিল। আমার কাছে মনে হয় যে যারা আমরা একসঙ্গে খেলছি, অনেক কঠোর পরিশ্রম করেছি। ব্যক্তিগত চিন্তা না করে দলের চিন্তা করেছি। যেটা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ’

অথচ সুপার লিগের শুরুটা একদমই ভালো হয়নি শেখ জামালের জন্য। লিগ পর্বে আবাহনীর সমান পয়েন্ট পেয়েছিল তারা। কিন্তু সুপার লিগে এসে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে ৮৯ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল, ম্যাচ হারে ৭ উইকেটে। পরে অবশ্য টানা তিন ম্যাচ জিতেছে তারা। কীভাবে দলকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অধিনায়ক?

সোহান বলেন, ‘ওই দুইটা দিন আমাদের জন্যও খুব কঠিন ছিল। যদি চিন্তা করেন আমরা চ্যাম্পিয়ন রেসে আছি, ওখান থেকে পাঁচ-ছয় নম্বর দলের সঙ্গে...। তো দলের জন্য ওখান থেকে বুস্ট আপ করা আমার কাছে মনে হয় সবাই মন থেকে চেয়েছে। ওটা আমাদের জন্য বড় শিক্ষা ছিল্, সবাই ওটা নিতে পেরেছে আমার মনে হয়। ’

‘দলের মিটিংয়েও যখন কথা হয়েছে, কোচ ছিল, খেলোয়াড় আমরা যারা ছিলাম, সবাইকে বলেছি দায়িত্বটা আরও বেশি নিতে হবে। যেহেতু লিগ পর্বে আমরা ভালো খেলে এসেছি, আমাদের প্রমাণ করারও কিছু আছে। আমরাও জানতাম পরপর তিনটা ম্যাচ জিতলে এরকম একটা সমীকরণ আসবে আবাহনীর সঙ্গে, এটার জন্য ফোকাস করা শুরু করেছি। ’
 
আবাহনীর সঙ্গে ম্যাচ নিয়ে সোহান বলেন, ‘চাপ আসলে নেওয়ার কিছু নাই। আমরা যে প্রক্রিয়াটা অনুসরণ করে এসেছি, এটাই অনুসরণ করার চেষ্টা করবো। ’

‘যে যেখানে যেভাবে পারফর্ম করার চিন্তা করছে, যেটা বললাম ব্যক্তির চিন্তা না করে দলের চিন্তা করা। আপনি যদি পুরো টুর্নামেন্ট দেখেন, কারো একার জন্য কিন্তু দল এখানে আসেনি। সবারই কিছু না কিছু অবদান আছে। যার যেদিন লাগছে, অবদান রাখছে। ওই জিনিসটাই শেষ ম্যাচে করার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময় : ১৭১১ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।