ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে

সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
সিরিজ হারল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ হারায় সিরিজের বাকি তিনটি ম্যাচই হয়ে দাঁড়ায় বাঁচা-মরার লড়াই। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা জিইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

কিন্তু আজ চতুর্থ ম্যাচেই মাটি হয়ে গেল সব আশা। ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫০ রান করেন আরিফুল ইসলাম। এছাড়া মাহফুজুর রাব্বি ৩৪ ও শেখ পারভিজ জীবন খেলেন ৩০ রানের ইনিংস। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তারা। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন আইমাল খান ও আলি আসফান্দ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বিপাকেই পড়েনি সফরকারীরা। শাহজাইব খানের সেঞ্চুরি অনায়াসেই পাড়ি দেয় সেই পথ। ১০৫ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন শাহজাইব। এছাড়া ৫২ রান করেন আরেক ওপেনার আজান আওয়াই। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন রাফিউজ্জামান রাফি ও মাহফুজুর রাব্বি।

একই মাঠে আগামী সোমবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এএইচএস 
   


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।