ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাথুরুসিংহের বিশ্বাস, ‘এটাই বাংলাদেশের ইতিহাসের সেরা দল’

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
হাথুরুসিংহের বিশ্বাস, ‘এটাই বাংলাদেশের ইতিহাসের সেরা দল’

বাংলাদেশের ক্রিকেটে অনেকদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে বড় কিছু করে দেখানোর স্বপ্ন। সামনের এশিয়া কাপ ও বিশ্বকাপ হতে পারে এর জন্য সবচেয়ে বড় মঞ্চ।

এই দুই টুর্নামেন্টই জেতার লক্ষ্য বাংলাদেশের। সেই স্বপ্ন যেন আরও একটু বাড়িয়ে দিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ। এই ম্যাচে স্বাগতিকরা আছে বেশ ভালো অবস্থানে। তৃতীয় দিন সকালে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেন হাথুরুসিংহে। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় এশিয়া কাপ ও বিশ্বকাপের রোডম্যাপ নিয়েও। তখন হাথুরু বলেছেন, এই দলটাই বাংলাদেশের ইতিহাসের সেরা।  

তিনি বলেন, ‘আমরা এশিয়া কাপের জন্য রোডম্যাপ তৈরি শুরু করেছি। এটাই বাংলাদেশের ইতিহাসের সেরা দল। আমাদের সামনে সেরা সুযোগ আছে এমন কিছু করার, যেটা আগে হয়নি। অন্য দলগুলোও একইভাবে প্রস্তুতি নেবে। কিন্তু আমাদের নিয়ন্ত্রণে যা আছে, আমরা সেটিই করতে চাই। ’

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনশেষে দাপট ছিল বাংলাদেশেরই। প্রথম ইনিংসে ৩৬২ রানের বড় সংগ্রহ গড়ার পর আফগানদের কেবল ১৪৬ রানে অলআউট করে স্বাগতিকরা। তৃতীয় দিনে খেলতে নেমেছে ৩৭০ রানে এগিয়ে থেকে। রীতিমতো রান পাহাড়ে চাপা পড়ছে আফগানরা।  

সফরকারীদের সামনে কত বড় লক্ষ্য দিতে চায় বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি আমাদের কথা বলেন, তাহলে আমরা চাই সারাদিন ব্যাট করতে। এমন কন্ডিশনে কীভাবে ব্যাট করি এটা দেখতে চাই। কারণ একটাই টেস্ট হবে। এখন অবধি কোনো লক্ষ্য নেই। ’ 

হাথুরুসিংহের আগের মেয়াদে অভিষেক হয়েছিল লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের। এখন তারা দলের মূল ভূমিকায়। কোচ হিসেবে কেমন লাগে? হাথুরু বলেন, ‘এটা খুবই সন্তুষ্টির কারণ যখন আপনি কাউকে অভিষেকের কথা ভাববেন, একটা লক্ষ্য থাকতে হবে, অনেক কিছু ভাবনায়ও আনতে হবে। যখন আপনার সিদ্ধান্তের ব্যাপারে আত্মবিশ্বাস পাবেন তখন সেটা সন্তুষ্টিরই হবে। ’

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।