ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

পেসারদের ভালো করা দেখে আফসোস হয় না মুমিনুলের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
পেসারদের ভালো করা দেখে আফসোস হয় না মুমিনুলের

উইকেটে সবুজ ঘাস। একাদশে তিন পেসার।

উইকেটের পেছনে কখনো কখনো চার স্লিপের সঙ্গে দেখা মিলছে গালির ফিল্ডারও। দৃশ্যটা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার নয়। বাংলাদেশের, আরও নির্দিষ্ট করে বললে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের।  

উইকেট নেওয়াতেও এগিয়ে পেসাররা। প্রথম ইনিংসে আফগানিস্তানের ১০ উইকেটের ছয়টি নেন তারা। দ্বিতীয় ইনিংসেও এখন অবধি যাওয়া দুই উইকেটই নিয়েছেন পেসাররা। অথচ এক সময় একাদশে থাকতো এক বা বড়জোর দুজন পেসার। মিরপুরে ঘাসের উইকেট ছিল স্বপ্নের মতো ব্যাপার।  

মুমিনুল হক অধিনায়ক হওয়ার পর দৃশ্যপট বদলাতে থাকে ধীরে ধীরে। পেসারদের ‘প্রমোট’ করেন তিনি। তার অধীনে পেসারদের দারুণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারায় বাংলাদেশ। মুমিনুল এখন আর নেতৃত্বে নেই। টানা খারাপ পারফরম্যান্স ও সমালোচনায় অধিনায়কত্ব থেকে সরানো হয় তাকে।  

তিনি আফগানিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে আসেন। এর আগেই টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পান। সুযোগ পেয়ে মুমিনুলকে প্রশ্নটা করা। পেসারদের এমন করতে দেখে কি ভালো লাগে? প্রশ্নটা পুরোপুরি শেষ হওয়ার আগেই তিনি বলে উঠেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা প্রশ্ন। ’

আসল প্রশ্নটা ছিল আফসোস হয় কি না, সেটির জবাবে মুমিনুল বলেন, ‘কোনো আফসোস কাজ করে না। ’ সন্তুষ্টি তো কাজ করে? মুমিনুল বলেন, ‘সন্তুষ্টি কাজ করে। আপনারা (সাংবাদিকরা) যদি বলেন, তাহলে আরও সন্তুষ্টি কাজ করে। ’ 

অধিনায়কত্ব ছাড়ার পর মুমিনুল পেয়েছেন প্রথম সেঞ্চুরি। নেতৃত্ব ছাড়ায় কি এখন একটু হালকা হয়ে খেলতে পারছেন? জবাবে তিনি বলেন, ‘ক্যাপ্টেন্সি না থাকলে একটা সুবিধা হয় এই যে এত এত কিছু নিয়ে চিন্তা করতে হয় না। খালি ব্যাটিংটাতে মনোযোগ দিলেই হয়। ’

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।