ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা

তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। যার মধ্যে ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

আগামী ৯ জুলাই থেকে শুরু হবে সিরিজটি।  

শুরুতেই ৯ জুলাই প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ভারতের বাংলাদেশ সফর। ১১ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুইটি ম্যাচ। দুইদিন বিরতি দিয়ে ১৬ জুলাই প্রথম ম্যাচের মাধ্যমে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২২ জুলাই।  

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুইটি সিরিজই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ বছর পর এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারীদের কোনো সিরিজ। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠে লড়েছিল টাইগ্রেসরা।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।