ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটে ভাগ্য বলে কিছু নেই: হাথুরু

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
ক্রিকেটে ভাগ্য বলে কিছু নেই: হাথুরু

খারাপ সময়ে সমালোচনা সহ্য করতে হয়েছে অনেক। এরপর সাফল্য পাওয়া ক্রিকেটারদের তালিকা বেশ লম্বাই হয়েছে।

লিটন দাসকে দিয়ে হয়েছিল শুরুটা, সর্বশেষ টানা খারাপ সময় পেরিয়ে ভালো করেছেন নাজমুল হোসেন শান্ত।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শান্ত। মুমিনুল হকের পাঁচ বছর পর এই কীর্তি গড়েন শান্ত। এই ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা পান দলে অপেক্ষাকৃত তরুণ জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। শান্তর মতো তারাও কি লম্বা সময় সুযোগ পাবেন?

এমন প্রশ্নের জবাবে রোববার মিরপুরে চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ক্রিকেটে ভাগ্য বলে কিছু নেই। নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। অবশ্য এই ছেলেরা লম্বা সুযোগ পাবে। কারণ তারা ভালো খেলেছে। জাকির তিন ম্যাচ খেলেছে। এরই মধ্যে একটি সেঞ্চুরি ও দুইটি ফিফটি করেছে। জয়ের রেকর্ড দেখুন, ৯টি ম্যাচ খেলেছে... বিদেশের মাঠে সেঞ্চুরি আছে, একটি বড় ফিফটিও করেছে। তো ওরা এই পর্যায়ে খেলতে পারে। ’

ওয়ানডে দলে প্রত্যাবর্তন হয়েছে আরেক উদ্বোধনী ব্যাটার নাঈম শেখের। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান ছিল আবাহনীর হয়ে খেলা এই ক্রিকেটারের। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে আছেন নাঈম। কেন? হাথুরুসিংহে বলছেন, বিশ্বকাপের আগে দেখে নেওয়ার এটাই সুযোগ।

তিনি বলেন, ‘আমাদের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার নাঈম শেখ। সে গত দুই আসর ধরেই রানের মধ্যে আছে। আর রনি টি-টোয়েন্টি স্কোয়াডে আছে। আমি দেখতে পাচ্ছি, তার সেই সুযোগটা আছে টি-টোয়েন্টিতে রান করার ও কী করতে পারে তা দেখানোর। তো এটি আমার জন্য নাঈম শেখকে দেখার সুযোগ, যদি সে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচে সুযোগ পায়। ’

ডিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল এনামুল হক বিজয়ের। এর আগে গত বছর তিনি লিস্ট-এ ক্রিকেট ইতিহাসেই এক টুর্নামেন্টে সর্বাধিক রানের রেকর্ড গড়েন। বিজয়কে দলে না নেওয়া প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘হ্যাঁ, বিজয়ও অনেক রান করেছে। গত বছরও অনেক ভালো করেছিল। কিন্তু আমি শুধু ১১ জন ক্রিকেটারকেই খেলাতে পারব। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।