ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে সিরিজের দলে সালমা, নেই জাহানারা-রুমানা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ভারতের বিপক্ষে সিরিজের দলে সালমা, নেই জাহানারা-রুমানা

ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই দুই সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

দলে জায়গা হয়নি দুই বড় তারকা জাহানারা আলম ও রুমানা আহমেদের। তবে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন।

আগামী ৯ জুলাই থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৩ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।  

এরপর একই ভেন্যুতে হবে ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ১৬, ১৯ ও ২২ জুলাই।

সিরিজকে সামনে রেখে আগামী ৩০ জুন ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ১ জুলাই থেকে হবে অনুশীলন।

ভারতের বিপক্ষে সিরিজের প্রাথমিক দল: নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোশতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি ও ফাহিমা খাতুন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।