ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কেবল ৫ ভেন্যুতে খেলবে পাকিস্তান, ভারতের মুখোমুখি হবে যেদিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
কেবল ৫ ভেন্যুতে খেলবে পাকিস্তান, ভারতের মুখোমুখি হবে যেদিন

অবশেষে ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ১০ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪৮ ম্যাচ।

তবে দশ ভেন্যুর মধ্যে কেবল পাঁচটিতেই খেলবে পাকিস্তান। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়বে তারা।

হায়দরাবাদে বাছাইপর্ব থেকে উঠে আসা প্রথম দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ। ৬ অক্টোবরের পর ১২ অক্টোবর একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ বাছাইপর্ব থেকে উঠে আসা দ্বিতীয় দল। আয়োজক ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর বেঙ্গালুরুতে যাবে তারা। সেখানে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। তার পর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে- চেন্নাই (আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা), কলকাতা (বাংলাদেশ, ইংল্যান্ড) ও বেঙ্গলুরুতে (নিউজিল্যান্ড)।

যদিও পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রাজনৈতিক বৈরিতার কারণে ভারতে সফর করেনি ক্রিকেট দলটি। এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ছাড়পত্র দেওয়া হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।