ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘তামিম খুব ভালো মানুষ, আমি তাকে সম্মান করি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
‘তামিম খুব ভালো মানুষ, আমি তাকে সম্মান করি’

চট্টগ্রাম: তামিম ইকবালের অবসরের খবর আফগান ক্রিকেটারদেরও অবাক করেছিল। সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

এ বিষয়ে তেমন কিছু বলেতে না চাইলেও গত বছর আফগান সিরিজ একইসঙ্গে ক্যাপ্টেন্সির কথা স্মরণ করেন তিনি।  শহীদি বলেন, 'গত সিরিজে আমিও ক্যাপ্টেন ছিলাম সেও ক্যাপ্টেন ছিল। মাঠের বাইরে সে একজন ভালো মানুষ। আমি তাকে সম্মান করি। তামিমের অবসর আমাদের সকলকে অবাক করেছে। জানিনা তাদের মধ্যে কি হয়েছে। তবে আমরা আমাদের খেলা নিয়ে মনোযোগ দিচ্ছি। '

এখন অবশ্য অবসর ভেঙে ফিরেছেন তামিম। তবে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে থাকছেন না তিনি। তাই সিরিজ জয়ের আশাটা বেড়ে গেল আফগানদের জন্য।  এমনটাই মনে করছেন শহীদি, 'অবশ্যই তামিম বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সে অতীতে অনেক ভালো খেলেছে। আর অনেক বেশি অভিজ্ঞ। বিশেষ করে সে এই ফরম্যাটে দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেছেন। তার অনুপস্থিতি আমাদের জন্য ভালো সুযোগ। সামনের ম্যাচে আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করব। '

এক ম্যাচ জিতে এরই মধ্যে ১-০ তে এগিয়ে আছে আফগানিস্তান। আগামীকালকের ম্যাচ জিতে আগে থেকেই সিরিজ জয় নিশ্চিত করতে চান তারা। তাই আফগান অধিনায়কের মুখে আস্থার সুর।

আফগান অধিনায়ক বলেন, 'বাংলাদেশের বিপক্ষে খেলা কখনও সহজ ছিল না। কিন্তু আমরা প্রথম ম্যাচ জিতে একটু এগিয়ে  আছি। ক্রিকেটাররা সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ইনশাল্লাহ আমরা সিরিজ জয়ের জন্য খেলতে নামবো। আগামীকালের ম্যাচে ভালো সুযোগ আছে আমাদের। আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছি। '

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
এমআর/টিসি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।