ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে ভালো দল ভাবেন ভারতীয় অধিনায়ক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
বাংলাদেশকে ভালো দল ভাবেন ভারতীয় অধিনায়ক

এখন অবধি দুই দলের টি-টোয়েন্টি হয়েছে ১৩টি। বাংলাদেশ জিতেছে স্রেফ দুটিতে।

সেটিও একই টুর্নামেন্টে, ২০১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে এসেছিল দলগুলো। প্রায় দশ বছর পর দুই দল খেলবে টি-টোয়েন্টি সিরিজ।

এই সময়ে বদলে গেছে অনেক বাস্তবতা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করা দলের ক্রিকেটারদের নিয়ে নতুন আশা দেখছে বাংলাদেশের মেয়েরা। শনিবার থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত নারী দল। এর আগে সফরকারী অধিনায়ক হারমানপ্রিত কৌর প্রতিপক্ষ নিয়ে জানিয়েছেন নিজের ভাবনা।

তিনি বলেন, ‘আমরা সবসময়ই ভালো ক্রিকেট খেলার দিকে তাকাই। আর আমার মনে হয় আজকের পরিস্থিতিতে প্রতিটি দল দিন দিন উন্নতি করছে। তারা তাদের দৃঢ়তা দেখাচ্ছে। অবশ্যই আমরা ভালো করছি আর দলের কাছে এমন কিছুই প্রত্যাশা করি। আমরা ভালো দলের বিপক্ষে খুব ভালো ক্রিকেট খেলেছি, বাংলাদেশও ভালো দল। ’

‘তারা খুব প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ যখন ভালো ক্রিকেট খেলে। আমরা সবকিছু স্বাভাবিক রাখতে চাই আর যেটা আমাদের ফল এনে দেবে, তেমন কিছু করতে চাই। আমরা কেবল সেটিতেই নজর দিচ্ছি আর ভাবছি না কে ভালো, কে খারাপ। আমরা কেবল ভালো ক্রিকেট খেলার দিকে নজর দিচ্ছি আর সেটিই আমাদের লক্ষ্য। ’

ঘরের মাঠে খেলবে বাংলাদেশ, দর্শকদের সমর্থনও তাই স্বাভাবিকভাবে থাকবে নিগার সুলতানা জ্যোতিদের জন্য। কিন্তু পুরো পৃথিবীব্যাপী খেলা ও ওমেন্স প্রিমিয়ার লিগে দর্শক দেখা ভারতের মেয়েরা এতে অভ্যস্ত বলে জানিয়েছেন দলটির অধিনায়ক। সমর্থকরা মাঠে আসলে সেটি ইতিবাচকভাবেই দেখছেন তিনি।

ভারত অধিনায়ক বলেন, ‘আমরা এখন দর্শকদের ব্যাপারে অভ্যস্ত। আমার মনে হয় না এটা প্রভাব রাখতে পারবে। আমরা সবসময়ই মাঠে দর্শকদের আসা ও কোনো দলকে সমর্থন জানানো উপভোগ করি। আমি নিশ্চিত বাংলাদেশের মানুষও ক্রিকেট পছন্দ করে আর তারা ভালো খেলাকে সাধুবাদ জানাবে। ’

‘আমরা কেবল ভালো মুহূর্তগুলোকে উপভোগ করতে চাই আর নিজেদের ক্রিকেটে মন দিতে চাই। আমরা কেবল সেসব বিষয়েই নজর দিতে চাই যেগুলো নিয়ন্ত্রণে আছে। আমার মনে হয় এখানে এসেছি ভালো ক্রিকেট খেলতে আর সেটিতেই নজর দিচ্ছি। ’

কয়েকদিন আগে ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের কাছে হেরে সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপ হয়ে। ওই টুর্নামেন্টে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার আছেন এই দলেও।

এ নিয়ে তিনি বলেন, ‘ইমার্জিং কাপেও কিছু কিছু ক্রিকেটার ছিল। আমাদের কোচরা তাদের ভালোভাবেই চেনেন ওখানে থাকার কারণে। অন্য ক্রিকেটাররাও খুব ভালো করছে। আমাদের কিছু ক্রিকেটারের ব্যাপারে ধারণা আছে। ’

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।