ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগে রংপুর রাইডার্স খেলবে আটলান্টা রাইডার্স নামে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগে রংপুর রাইডার্স খেলবে আটলান্টা রাইডার্স নামে

যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি-টেন লিগে নাম লিখিয়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের সঙ্গে আগের বছরই পার্টনারশিপ করেছিল ফ্র্যাঞ্চাইটি।

এবার তাদের সঙ্গে একাত্ম হয়ে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স।  

আটলান্টা রাইডার্সের জার্সিতে আলো ছড়াবেন নাসির হোসেন, ফরহাদ রেজাসহ ৫ বাংলাদেশি ক্রিকেটার। দলে আছেন লেন্ডন সিমন্স, রবিন উথাপ্পার মতো বিদেশি তারকা ক্রিকেটাররাও। শনিবার প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে আটলান্টা রাইডার্স স্কোয়াড। টাইগার অলরাউন্ডার নাসির হোসেন গত কয়েক মৌসুম ধরেই খেলছেন আটলান্টা ফায়ারে।  

ঘরের ছেলে নাসির হোসনকে রেখেই দল চূড়ান্ত করেছে আটলান্টা রাইডার্স। ১৬ সদস্যের স্কোয়াডে বাকি ৪ বাংলাদেশি অলরাউন্ডার ফরহাদ রেজা, পেসার কামরুল ইসলাম রাব্বি, টপ অর্ডার ব্যাটার জুনায়েদ সিদ্দিকী আর বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি।  

গত ৬ বছর ধরে আবুধাবিতে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন লিগ সফলভাবে আয়োজন করছে টি টেন গ্লোবাল স্পোর্টস। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এসএএমপি আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি যৌথভাবে আয়োজন করছে ইউএস মাস্টার্স টি টেন লিগ। যেখানে অংশ নেবে যুক্তরাষ্ট্রের ৬ দল। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।  

আটলান্টা রাইডার্স স্কোয়াড: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্ট ইলিয়ট (নিউ জিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্ত (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপানসু (শ্রীলঙ্কা)।

বাংলাদেশ সময় : ১৪৫৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩ 
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।