ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তান সিরিজ থেকেই ছিটকে গেলেন এবাদত

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
আফগানিস্তান সিরিজ থেকেই ছিটকে গেলেন এবাদত

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় চোটে পড়েন এবাদত হোসেন। নিজের দশম ওভার করার সময় আম্পায়ার গাজী সোহেলের কাঁধে ধাক্কা লাগায় পড়ে যান।

এরপর বাকি চার বল করেননি তিনি, নামেননি ব্যাটিংয়েও।

হাঁটুর সেই চোট পুরো আফগানিস্তান সিরিজ থেকেই ছিটকে দিয়েছে এবাদত হোসেনকে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে তো বটেই, সিলেটের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও নেই তিনি। রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদে আলফে সানি বলেন, ‘এমআরই দেখে যতটুকু বোঝা গেছে, বড় কোনো ইনজুরি নয়। আমরা আশা করছি দুই সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে। সে দলের সঙ্গে থেকেই পুনর্বাসনের কাজ করবে। ’

১১ জুলাই চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারায় স্বাগতিকদের লড়াই হোয়াইটওয়াশ এড়ানোর। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজ।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।