ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সব কৃতিত্ব বোলারদের: লিটন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
সব কৃতিত্ব বোলারদের: লিটন ছবি: সোহেল সরওয়ার

দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। হোয়াইটওয়াশ এড়ানোর এই ম্যাচে দাপুটে জয় এনে দেওয়ার সব কৃতিত্ব বোলারদের দিলেন টাইগারদের ওয়ানডে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানরা মাত্র ১২৬ রানেই অলআউট হয়। এরপর ৩ উইকেট হাতে রেখে ২৩.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। টি-টোয়েন্টি সিরিজের আগে এই জয়টা দলের জন্য যে খুব গুরুত্বপূর্ণ, তা জানালেন লিটন। ম্যাচ শেষে তিনি বলেন, 'টি-টোয়েন্টি সিরিজের আগে জয়টা দলের খুব কাজে লাগবে। তারা দারুণ খেলেছে। '

বল হাতে আজ আগুন ঝরিয়েছেন শরিফুল ইসলাম। ৯ ওভারে মাত্র ২১ রান খরচে ৪ উইকেট ঝুলিতে পুরেছেন এই বাঁহাতি পেসার। তার দুর্দান্ত বোলিংইয়েই ৩ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি তারা। সফলতা পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদও। ২৩ রানে ২ উইকেট পেয়েছেন তিনি। বাকি উইকেট তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম (২টি) ভাগ করে নিয়েছেন।

বোলারদের সাফল্য নিয়ে লিটন বলেন, 'শরিফুল এবং তাসকিন নতুন বল দারুণভাবে ব্যবহার করেছে। মাঝের ওভারগুলোতে স্পিনাররাও দারুণ বোলিং করেছে। সব কৃতিত্ব বোলারদের। অবশ্যই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে যাব আমরা। '

সিরিজের প্রথম দুই ম্যাচে দলের বাইরে থাকার পর তৃতীয় ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন শরিফুল। ফিরেই বল হাতে জাদু দেখিয়েছেন তিনি। আর তাতে ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর এই পেসার বলেন, 'এ পর্যন্ত আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আয়ারল্যান্ড ম্যাচের পর হাথুরুসিংহে ও ডোনাল্ড (বোলিং কোচ) কিছু কাজ দিয়েছিল এবং আমি সেগুলো করেছি। বোলিংয়ে ভালো জুটি হলে ছন্দটাও ঠিক থাকে। তাসকিন খুব ভালো বোলিং করেছে, যা আমার কাজটা সহজ করে দিয়েছে। '

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।