ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চিকিৎসার জন্য লন্ডনে যাবেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
চিকিৎসার জন্য লন্ডনে যাবেন তামিম

সম্প্রতি তামিম ইকবালের অবসর নিয়ে কম নাটকীয়তা হয়নি। ইনজুরির কারণে নানা সময় দল থেকে ছিটকে যাওয়া এই ওপেনার শেষ পর্যন্ত ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার।

পরবর্তীতে অবশ্য মাশরাফি বিন মর্তুজার চেষ্টা ও প্রধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভাঙেন তিনি।

অবসর ভাঙলেও এখনই খেলায় ফিরছেন না তিনি। বিরতি নিয়েছেন দেড় মাসের। এই সময়ের মধ্যে নিজের ফিটনেস ও কোমরের চোট নিয়ে কাজ করার কথা রয়েছে তার। সেই লক্ষ্যেই এবার লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন দেশসেরা এই ওপেনার।  

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের ভাষ্য, ‘তামিম দুবাই যাচ্ছে। সেখান থেকে ২৫ থেকে ২৬ জুলাই ইংল্যান্ডে যাবে। লন্ডনে দুইটা মেডিকেল সেন্টারে তার সঙ্গে অ্যাপয়নমেন্ট হয়েছে। সেখানে চিকিৎসক দেখাবে। ওখান থেকে কি হয়, না হয় সে আপডেট দিবে বলে জানিয়েছে। ’

তিনি আরও যোগ করেন, ‘এর মাঝে আমরা ২৫ থেকে ২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড দিব। তো সে ওখান (ইংল্যান্ড) থেকে আপডেট জানাবে, মেডিকেল রিপোর্ট দেখে বলতে পারবে। ’

আসন্ন এশিয়া কাপে তামিমই অধিনায়ক কিনা প্রশ্নে বিসিবির এই পরিচালকের মন্তব্য, ‘আগে আসুক, আমরা আলোচনা করছি তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে। সে বলেছে আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব। ’

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।