ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জয় নয়, শতভাগ দেওয়াটাই গুরুত্বপূর্ণ রশিদের কাছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
জয় নয়, শতভাগ দেওয়াটাই গুরুত্বপূর্ণ রশিদের কাছে

সিলেট: ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে আফগানিস্তান। তবে পা মাটিতেই রাখছে তারা।

কেননা আগামীকাল থেকে সিলেটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এবার টি-টোয়েন্টিতেও লিখতে চায় একই গল্প।

সেজন্য অবশ্য প্রত্যেক বিভাগেই শতভাগ দিতে হবে। সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। তিনি বলেন, ‘আমার কাছে, জেতা নয়, শতভাগ দেওয়াটাই গুরুত্বপূর্ণ বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং যেটাই হোক, তা শতভাগ দেওয়া। ’

বাংলাদেশ সিরিজকে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন রশিদ, ‘আমরা মাত্র একটি সিরিজ জিতেছি। চার বছর আগে এখানে আমরা একটি টেস্ট ম্যাচ জিতেছি। যেটা আমাদের দলের অন্যতম অর্জন ছিল। ভালো বিষয়টি হচ্ছে আমরা এশিয়া কাপ, বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিচ্ছি। তবে এটির ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সেরাটা দিতে হবে। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারি, এখন ভাবনায় শুধু সেটি। ‘

বাংলাদেশ সম্পর্কে রশিদ বলেন, ‘আমরা তাদের বিপক্ষে এশিয়া কাপে খেলবো। আমরা তাদের সম্পর্কে জানি, তারা জানে তাদের কী করতে হবে। কিন্তু এটা দারুণ প্রতিযোগিতামূলক হবে, খেলা দেখায় আনন্দ হবে। ’

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘন্টা, জুলাই ১৩, ২০২৩

এনইউ/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।