ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে হাসপাতালে স্বর্ণা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে হাসপাতালে স্বর্ণা

টি-টোয়েন্টিতে দারুণ করে সুযোগ পেয়েছিলেন ওয়ানডেতে। কিন্তু এই ফরম্যাটে অভিষেকের দিনটি হলো না সুখকর।

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যাপ পেয়েছিলেন ঠিকই। তবে ব্যাটিংয়ের পর নামতে পারেননি ফিল্ডিংয়েও।

উল্টো হাসপাতালে ছুটতে হয়েছে তাকে। বাংলাদেশ নারী দলের একটি সূত্র জানিয়েছে, একাদশে নেওয়ার পর হঠাৎ অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বেড়ে যায় স্বর্ণার। এরপর মাঠে থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হয়েছে তাকে। আপাতত পর্যবেক্ষণে আছেন এই ক্রিকেটার।

এ বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পান স্বর্ণা। পরে টি-টোয়েন্টিতে ভালো করেন তিনি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাঁচ-ছয় নম্বরে ব্যাট করেছেন স্বর্ণা। কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় নিজের ওয়ানডে অভিষেক ম্যাচে ব্যাটিং করতে নামেননি।

রোববার ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বৃষ্টিতে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে ১ ওভার হাতে রেখে ৯ উইকেটে ১৫২ রান করে নিগার সুলতানা জ্যোতিরা। এর আগে টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।