মেয়েরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখছিলেন সারিবদ্ধ হয়ে। একটু দূরে দাঁড়িয়ে তখন হেড কোচ হাসান তিলকারাত্নে।
সংবাদ সম্মেলনে এসে ক্রিকেটারদের উন্নতির ব্যাপারে কথা বলেন তিনি। মানসিক ও স্কিল দুই দিকেই। গত বছর থেকে শুরু হয়েছে উমেন্স প্রিমিয়ার লিগ, মেয়েদের আইপিএল বলা হয়ে থাকে এই টুর্নামেন্টকে। প্রথম আসরে বেশ কয়েকজন ক্রিকেটার রেজিস্ট্রেশন করলেও বাংলাদেশ থেকে সুযোগ পাননি কেউ।
ভারতের বিপক্ষে ভিন্ন দুই ফরম্যাটে জয় এসেছে। বেশ কয়েকজন ক্রিকেটারই দারুণ পারফর্ম করেছেন। ভারতের টুর্নামেন্টটিতে কি দরজা খুলে দিতে পারে তাদের বিপক্ষে এমন পারফরম্যান্স? ভারতের প্রতিনিধি হয়ে আসা বোলিং কোচ রাজিব দত্ত মনে করেন তেমনই।
একই প্রশ্নের উত্তরে বাংলাদেশ দলের হেড কোচ হাসান বলেছেন, ‘আমি নিশ্চিত আগামীবার ডব্লিউপিএলে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার খেলবে। ’ কতজন? হাসান বলেন, ‘এটার ব্যাপারে আমি নিশ্চিত নই। উত্তর দিতে পারলে ভালোই হতো!’
বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতির ব্যাপারে হাসান বলেন, ‘জ্ঞান আপনাকে ম্যাচ জেতাবে না, জেতাবে স্কিল। স্কিল ও জ্ঞান আমাদের উন্নতি করতে হবে। মেয়েরা খুব দ্রুত উন্নতি করছে, তারা খুব দ্রুত শিখছে, এটা খুব ভালো। আমি নিশ্চিত আগামী বছরগুলোতে ওরা অনেক ইতিবাচক ফল নিয়ে আসবে। ’
‘এটা আসলে আপনি উইকেটে কতটা শক্ত থাকতে পারছেন তার ব্যাপার। বিশেষত যখন প্রতিপক্ষ আপনার জন্য চ্যালেঞ্জ নিয়ে আসবে, আপনাকে সামলানো জানতে হবে। এটা পুরোপুরি প্রসেসের ভেতর দিয়ে যাওয়ার ব্যাপার। কিছু কঠিন জিনিস আসবেই। আপনাকে সেগুলো সামলাতে হবে। ’
বাংলাদেশ সময় : ১৯১২ ঘণ্টা, ১৬ জুলাই, ২০২৩
এমএইচবি