ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চেনা আঙিনায় ফিরছেন অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
চেনা আঙিনায় ফিরছেন অ্যান্ডারসন

অ্যাশেজে প্রথম দুই টেস্টে খেললেও নামের প্রতি সুবিচার করতে পারেননি জেমস অ্যান্ডারসন। তাকে বাদ দিয়েই তৃতীয় টেস্টের একাদশ সাজায় ইংল্যান্ড।

সেখান জয়ও পায় তারা। বাঁচিয়ে রাখে অ্যাশেজ।  

আগামী ১৯ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু চতুর্থ টেস্ট। এই ম্যাচে ইংল্যান্ড উইনিং কম্বিনেশন ধরে রাখবে কি না তা নিয়ে চলছিল জল্পনাকল্পনা। অলি রবিনসন পিঠে চোট পেলেও ম্যাচ খেলার জন্য ফিট আছেন। আবার অ্যান্ডারসনকেও ফেলে দেওয়া যায় না। কারণ এটাই যে তার ঘরের মাঠ।

সেই দ্বিধা দুই দিন আগেই কাটিয়ে দিল ইংল্যান্ড। রবিনসন নয়, বরং অ্যান্ডারসনকে নিয়েই সাজাল একাদশ। চেনা আঙিনাতেই একাদশে ফিরলেন টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল পেসার। বাকি তিন পেসার ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রডও নিজেদের জায়গা ধরে রেখেছেন। উইনিং কম্বিনেশন ভেঙে ইংল্যান্ডের পরিবর্তন কেবল একটি। তবে ব্যাটিংয়ে তিন নম্বর পজিশনে খেলবেন মঈন আলী।  

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ১০ টেস্ট খেলে ৩৭ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। কখনও ফাইফার না পেলেও এখানে তার বোলিং গড় ২২.০২।

এদিকে অস্ট্রেলিয়ার একাদশেও পরিবর্তনের আভাস রয়েছে। ওপেনিংয়ে নিজের জায়গাটা বেশ নড়বড়ে করে ফেলেছেন ডেভিড ওয়ার্নার। আছেন বাদ পড়ার শঙ্কায়।  

চতুর্থ টেস্টে ইংল্যান্ড একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, মঈন আলী, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।