ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
দ. আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল অনূর্ধ্ব-১৯ দল

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ানডে সিরিজ ঘরে তুললো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজ ৩ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।

প্রোটিয়াদের অনূর্ধ্ব-১৯ দলের ছুড়ে দেওয়া ২১১ রানের লক্ষ্য ৪৭.১ ওভারেই পেরিয়ে যায় বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার চৌধুরী মো. রিজওয়ান এবং আরিফুল। দুজনের জুটিতে আসে ৪০ রান। রিজওয়ান বিদায় নিলেও একপ্রান্ত আগলে রাখেন আরিফুল। তাকে দারুণ সঙ্গ দেন আদিল বিন সিদ্দিক। তাদের তৃতীয় উইকেট জুটিতে আসে ৮৭ রান। ৭০ বলে সাত চার ও ১ ছক্কায় ৫৮ রান করে বিদায় নেন আদিল।  

তবে জুটি ভাঙলেও আরিফুল রানের চাকা সচল রাখেন। তিনিও দেখা পান ফিফটির। অবশ্য অপর প্রান্তে তখন নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষদিকে শিহাব জেমসের ১৫ ও মাহফুজুর রাব্বির অপরাজিত ১৭ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দল। সপ্তম উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে আরিফুল ৮৫ বলে পাঁচ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৭১ রানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের পেসার লিয়াম অ্যালডার একাই নেন ৪ উইকেট এবং জুয়ান জেমস নেন তিন উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভার পর্যন্ত খেলে ১০ উইকেটে ২১০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ডেভিড টিগার এবং অধিনায়ক জুয়ান খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রানের ইনিংস। বল হাতে ৩ উইকেট নেনে বাংলাদেশের মাহফুজুর।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।