ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নিয়ম ভেঙে জরিমানা গুনলেন ট্রট-ওমরজাই

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
নিয়ম ভেঙে জরিমানা গুনলেন ট্রট-ওমরজাই সংগৃহীত ছবি

আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙে শাস্তি পেলেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট এবং দলটির অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।  

গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে নিয়ম ভাঙার অভিযোগ উঠে দুজনের বিরুদ্ধে।

ম্যাচের এক পর্যায়ে যখন বৃষ্টি বাগড়া দেয়, তখন অন-ফিল্ড আম্পায়ার মাঠ পরিদর্শনে যান। খেলা আবারও শুরু হতে দেরি হবে শুনে ওই সময় মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান ট্রট।  

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ট্রটের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.৮ ধারা ভঙ্গের অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা এবনহ তানভীর আহমেদ, থার্ড আম্প্যার মাসুদুর রহমান এবং চতুর্থ অফিসিয়াল গাজী সোহেল। অভিযোগ প্রমাণিত হওয়ায় আফগান কোচের ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি।  

অন্যদিকে ওমরজাইয়ের বিরুদ্ধে ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভারে স্বাগতিক দলের ব্যাটার তাওহীদ হৃদয়কে আউট করার পর বেশ আগ্রাসী ভঙ্গীতে তার দিকে ছুটে যান ওমরজাই। একদম কাছ থেকে 'অস্বাভাবিক কায়দায়' হৃদয়কে বিদায় জানান আফগান পেস বোলিং অলরাউন্ডার। এ কারণে তাকেও ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।  

লেভেল-১ ভাঙলে সর্বোচ্চ ম্যাচ ফি'র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হয় এবং এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হয়। তবে ২৪ মাস সময়ের মধ্যে এই প্রথম অপরাধ করায় ট্রট ও ওমরজাই দুজনের নামের পাশেই ১টি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। দুজনেই অভিযোগ মেনে নিয়েছেন এবং আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের নিয়ামুর রশিদের প্রস্তাবিত শাস্তি মাথা পেতে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।