ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ের চাপ নেই, মেয়েদের আছে আফসোস

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
সিরিজ জয়ের চাপ নেই, মেয়েদের আছে আফসোস

সামনে সিরিজ জয়ের হাতছানি। অনুশীলনে অবশ্য সিরিয়াস নয় ততটা।

মঙ্গলবার সকালে হালকা অনুশীলনের পর খুব বেশি ক্রিকেটার করেননি ব্যাটিং-বোলিং অনুশীলন। এরপর দলের প্রতিনিধি হয়ে আসা লতা মণ্ডল জানিয়েছেন প্রত্যাশা ও আফসোসের কথা।

প্রথম ম্যাচটি তেমন জমজমাট হয়নি। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে বাংলাদেশের মেয়েরা খেলতে থাকে দারুণ। শেষ ম্যাচে জয়ের পর ভারতকে হারিয়েছে প্রথম ওয়ানডেতে। এই ফরম্যাটে এবার টাইগ্রেসদের সামনে সুযোগ সিরিজ জয়ের। দলের ভেতরের অবস্থা কী?

লতা বলেন, ‘আসলে চাপ বা আমরা খুব বেশি রোমাঞ্চিত, বিষয়টা এরকম না। আমরা আসলে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাচ্ছি। যেহেতু কালকে ম্যাচ, আমরা সবসময় চিন্তা করি, ভালো ক্রিকেট খেলব। ভালো খেলছি বলে ফলও কিন্তু ভালো আসছে। আমাদের চিন্তা তাই ভালো ক্রিকেট খেলা। ভালো ক্রিকেট খেললে ফল এমনি আমাদের পক্ষে থাকবে। ’

টানা দুই ম্যাচে হেরেছে ভারত। প্রথম ওয়ানডের পর দলটির ক্রিকেটারদেরও দেখা গেছে বিষণ্ন। মঙ্গলবার অনুশীলনও করেননি ভারতের মেয়েরা। তারা কি মনস্ত্বাত্তিক দিক থেকে কিছুটা পিছিয়েও থাকবে?

লতা বলেন, ‘দেখেন উপরে বা নিচের বিষয় না। ভারত তো অবশ্যই ভালো দল। অবশ্যই আমরাও ভালো দল। এটা আসলে নির্ভর করে পরিস্থিতির ওপর। যেহেতু গত টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে আমরা জিতেছি, স্বাভাবিকভাবে আমরা ভালো খেলছি বলেই ফল ভালো হয়েছে। আমরা ওদের (ভারতের) থেকে ভালো ক্রিকেট খেলছি। ’

ছেলেদের তুলনায় মেয়েদের ক্রিকেটে দর্শক প্রায় হয়ই না। ভারতের বিপক্ষে সিরিজটি দেখা যাচ্ছে বিনামূল্যেই। তবুও তেমন দর্শক দেখা যাচ্ছে না মিপুরে। এ নিয়ে কি আফসোস আছে? লতা বলছেন, এমন অবস্থা থাকবে না বেশিদিন।

তিনি বলেন, ‘অবশ্যই একটু আফসোস আছে। ছেলেদের ক্রিকেট যেমন এত হাইলাইটেড হয়, মাঠে দর্শক থাকে; এখানে (মেয়েদের ক্রিকেটে) দর্শক থাকে কম। আমার মনে হয় এটা খুব বেশিদিন থাকবে না, দর্শক হবে। ’

‘আমার খুব ভালো খেলছি। আমাদের হোম গ্রাউন্ডে আমর ভালো খেলছি। আমি যতটুকু জানি ইউটিউবে খেলা দেখাচ্ছে। তো মোটামুটি অনেকে জানে। আগে দেখেন, অনেক জায়গায় যখন যেতাম, ওরা জানতোই না মেয়েরা ক্রিকেট খেলে। আপনারা (সাংবাদিকরা) যদি আরও বেশি ভূমিকা রাখেন, আপনারা যদি বেশি হাইলাইট করেন, তাহলে আমাদের জন্য ভালো। দর্শক আরও বেশি হবে। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।