প্রায় দুই মাস আগে খেলেছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ গিয়েছিলেন হজ করতে।
মূল স্কোয়াডে থাকবেন কি না এ উত্তর মেলেনি। তবে দুই বড় টুর্নামেন্ট সামনে রেখে হতে যাওয়া ক্যাম্পে থাকবেন অভিজ্ঞ এ ক্রিকেটার। বৃহস্পতিবার মিরপুরে মাহমুদউল্লাহকে নিয়ে জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটা সিদ্ধান্ত নিবে নির্বাচক কমিটি। ’
এর বাইরে আরও এক ক্রিকেটারকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আফগানিস্তান সিরিজের মাঝপথে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ফেরার ঘোষণা দেন তিনি, তবে ছুটি নেন দেড় মাসের জন্য। পিঠের চোটের চিকিৎসাও এ সময়েই করানোর কথা তামিমের।
এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে। ’
বাংলাদেশ ‘এ’ দল ইমার্জিং এশিয়া কাপের ম্যাচ খেলছে। সেখানেও যে জাতীয় দলের ক্রিকেটার খোঁজার চেষ্টা চলছে, সেটিও খুব একটা অস্পষ্ট নয়। একাদশে এমনকি দেখা যাচ্ছে ছয় নিয়মিত ওপেনার। ইমার্জিং এশিয়া কাপে বেশ কিছু ক্রিকেটার ভালোও করছেন। তাদের থাকার সম্ভাবনা কেমন?
জালাল বলেন, ‘ইমার্জিংয়ের কিছু ক্রিকেটার প্রাথমিক যে অনুশীলন ক্যাম্প হবে সেখানে থাকবে। ওদের মধ্যে অনেকেই ভালো করেছে। ওদের থেকে দু-একজন প্রাথমিক দলে আসতে পারে কিন্তু তারা আবার সেরা ১৫ দলে থাকবে এমন কোন কথা নেই। ’
বিশ্বকাপে ১৫ জনের বাইরে অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন এমন গুঞ্জন আছে। এ নিয়ে জালাল বলেন, ‘এরকম কোন কথা হয়নি। কিন্তু হয়ত ১৫ জনের বেশি কিছু ক্রিকেটার নেব কারণ সেখানে অনুশীলনের জন্য দরকার আছে। যেমন দু-একজন বাড়তি স্পিনার নিতে পারি, বাংলাদেশ থেকেও নিতে পারি বা ভারত থেকে নিতে পারি। যেন অনুশীলনে তারা সহযোগিতা করতে পারে। এরকম কিছু চূড়ান্ত করিনি, এমনিতে একটা পরিকল্পনা আছে। হয়ত হতে পারে ১৫ জনের বেশি নিজেদের খরচে ক্রিকেটার নিয়ে যাব। ’
বাংলাদেশ সময় : ১৬৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এমএইচবি/এএইচএস