ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছেন অনেকটা হুট করেই। তবে বিশ্বকাপ সামনে রেখে আবারও ৫০ ওভারের খেলায় ফিরতে পারেন বলে একটা গুঞ্জন চলছিল।
অ্যাশেজ শেষ হওয়ার পরপরই হাঁটুতে অস্ত্রোপচার করাবেন স্টোকস। যার ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। ওয়ানডেতে ফেরার গুঞ্জন নিয়ে তিনি বলেন, ‘আমি অবসরপ্রাপ্ত। এই ম্যাচের পর আমি ছুটিতে যাচ্ছি এবং আপাতত ভাবনায় শুধু এটাই আছে। ’
হাঁটুর ইনজুরিতে দীর্ঘদিন ধরেই ভুগছেন স্টোকস। সেজন্য পুরোদমে বোলিং করতে পারছেন না। তিনি বলেন, ‘সমস্যাটার দ্রুত সমাধান করে ফেলতে চাই। আমি যখন চিকিৎসকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি, তখন সিরিজ চলছিল। সুতরাং ওই সময় করানোর সুযোগ পাইনি। সুতরাং সময় বুঝে করে ফেলা উচিত কাজটা। তবে আমি মনে করি, এখন সময়টা এর উপযোগী। এখন আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলব। কী করলে আমি কোনো প্রচার দুশ্চিন্তা ছাড়াই বোলিং করতে পারব। ’
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এএইচএস