ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বছরে দুই লিগ তত্ত্ব থেকে সরে এসেছে বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
বছরে দুই লিগ তত্ত্ব থেকে সরে এসেছে বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট এখন পিষ্ঠ ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে। পৃথিবীর অনেক দেশেই এখন হচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

ক্রিকেটারদের জন্য চাহিদাও তাই বেড়েছে। বাংলাদেশ থেকেও ডাক পাচ্ছেন ক্রিকেটাররা। এখনই যেমন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব আল হাসান ও লিটন দাস।  

এর বাইরে জিম আফ্রো টি-টেনে আছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। এ মাসেই শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। সেখানেও বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। আগে একবার বাংলাদেশি ক্রিকেটারদের বছরে দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিসিবি।  

তবে এখন ফ্র্যাঞ্চাইজি লিগ বেড়েছে। বিসিবিও নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে। এখন আর টুর্নামেন্টের ভিত্তিতে নয়, দেখা হচ্ছে ওয়ার্কলোড। বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। বাইরের লিগগুলোতে দেশের ক্রিকেটারদের সুযোগ পাওয়াকেও ইতিবাচক হিসেবে দেখছেন সুজন।

তিনি বলেন, ‘আমাদের ক্রিকেটের জন্য এটি একটি ইতিবাচক দিক যে, আমাদের ক্রিকেটাররা বাইরের বিভিন্ন লিগে ডাক পাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড যেটা করছে, প্রতিটি ক্রিকেটারের ওয়ার্কলোড এবং তাদের পূর্বের অংশগ্রহণ ও ভবিষ্যৎ অংশগ্রহণ- সব কিছু বিবেচনায় নিয়ে আমরা অনাপত্তিপত্র দেওয়ার পরিকল্পনা করেছি। সেভাবেই আমাদের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে। ’

‘এর আগে আমাদের একটা পলিসি ছিল যে, (বছরে) সর্বোচ্চ দুইটা লিগে আমরা অনুমতি দেব। কিন্তু এখন যেভাবে ঘরোয়া লিগগুলো হচ্ছে, এর ফলে লিগের সংখ্যায় না গিয়ে, ওয়ার্কলোডটাকে বিবেচনায় নিচ্ছি। আন্তর্জাতিক ম্যাচ, ঘরোয়া লিগ খেলার জন্য যে ওয়ার্কলোড দরকার, এগুলো বিবেচনা করে এবং ভবিষ্যতে যে টুর্নামেন্টগুলো আছে, সেগুলোতে অংশগ্রহণও আরেকটি বিবেচনার বিষয়। সবগুলো বিবেচনা করেই আমরা ছাড়পত্র দিচ্ছি। ’

এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে সুযোগ পেছেন কয়েকজন ক্রিকেটার। সাকিব আল হাসানের খেলা নিশ্চিত হয়েছে আগেই। এছাড়া শরিফুল ইসলাম ও তাওহীদ হৃদয়কেও অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। তবে তাসকিন আহমেদ পাননি সেটি। এর কারণও ব্যাখ্যা করেছেন সিইও।  

তিনি বলেন, ‘লঙ্কান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনায় আছে। তার যে সাম্প্রতিক অংশগ্রহণও ছিল, তার ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে আমরা তাসকিনের বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্যান্য ক্রিকেটার যাদের, প্রায় সবাইকেই আমরা ছাড়পত্র দিচ্ছি। ’

বাংলাদেশ সময় : ১৬২৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।