ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এলপিএল খেলতে যাওয়ার আগে ‘রোমাঞ্চিত’ শরিফুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এলপিএল খেলতে যাওয়ার আগে ‘রোমাঞ্চিত’ শরিফুল

বিদেশের লিগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের দেখা যায় না খুব একটা। লম্বা সময় ধরে সাকিব আল হাসানই ছিলেন একমাত্র প্রতিনিধি।

তবে ধীরে ধীরে দুয়ার খুলছে বাকিদের জন্য। সম্প্রতি জিম আফ্রো টি-টেন খেলেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ, গ্লোবাল টি-টোয়েন্টিতে আছেন সাকিব আল হাসান-লিটন দাস।

রোববার থেকে শুরু হচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগের এবারের আসর। সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়- শরিফুল ইসলামের মতো তরুণরা। এবারই প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন শরিফুল।

শনিবার দেশ ছাড়ার আগে বিমানবন্দরে শরিফুল নিজের অনুভূতি জানিয়েছেন। তিনি বলেন, ‘সবার জন্যই প্রথমবার যেকোনো লিগই রোমাঞ্চকর হয়। তো আমিও ওরকম আর কী, একটু হলেও রোমাঞ্চিত আছি। ’

সর্বশেষ জিম আফ্রোতে দারুণ পারফরম্যান্স করেছেন তাসকিন আহমেদ। তার পারফরম্যান্স কি অনুপ্রাণিত করবে? তিনি বলেন, ‘অবশ্যই! যখন নিজের দেশের ক্রিকেটার বাইরের লিগে গিয়ে ভালো খেলে, সবার কাছেই ভালো লাগে। আমার কাছে যেমন, আপনাদের কাছেও ভালো লাগারই কথা। ’

এবারের এশিয়া কাপ হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে। এই টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশের আছে বড় আশা। আগস্টের শেষদিকে শুরু হবে এশিয়া কাপ। এর আগে শ্রীলঙ্কাতে খেলা কি সাহায্য করবে শরিফুলকে?

তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই সাহায্য করবে। কারণ উইকেট আর কন্ডিশনের সাথে মানিয়ে নিলে হয়তোবা ভালো একটা ধারণা করা যাবে। ’

এলপিএল নিয়ে প্রত্যাশা জানিয়ে শরিফুল বলেন, ‘যখনই সুযোগ পাব, চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশিরভাগ ক্রিকেটারই যায় একটা অভিজ্ঞতা নিতে। আমি চেষ্টা করব ওই অভিজ্ঞতা নিজের ভেতরে আনার জন্য। ’

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।