ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে জসপ্রীত বুমরাহ। খেলতে পারেননি আইপিএলের গত আসরেও।
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে দেখা যাবে বুমরাহকে। গতকাল সোমবার তাকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই।
মূলত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন দলের বাইরে থাকা কয়েকজন। এর মধ্যে বুমরাহও একজন। আইরিশদের বিপক্ষে সহ-অধিনায়ক করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে।
আগামী ১৮ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এরপর ২০ ও ২৩ আগস্ট মাঠে গড়াবে বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু ডাবলিন।
আয়ারল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শ্বদীপ সিং, মুকেশ কুমার ও আবেশ খান।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এমএইচএম