লিটন দাসের সতীর্থ হিসেবে সারে জাগুয়ার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল আফিফ হোসেনের। এজন্য বিসিবির অনাপত্তিপত্রও পেয়েছিলেন তিনি।
এর কারণ জানা গেল পরে। আফিফ নিজেই জানালেন ভিসা জটিলতায় যেতে পারেননি তিনি। এ কারণেই গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তার খেলা হচ্ছে না। যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে ১০ আগস্ট পর্যন্ত বিসিবির অনাপত্তিপত্র নেন আফিফ। শেষ অবধি ভিসা জটিলতায় তার যাওয়া হচ্ছে না তার। ফিটনেস ক্যাম্পের পর অনুশীলন ক্যাম্পের শুরু থেকেই থাকবেন তিনি।
জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে সোমবার থেকে। প্রথমদিন রক্ত, চোখ পরীক্ষা ও ইসিজি করানো হয়েছে ক্রিকেটারদের। মঙ্গলবার সবার হাড় ও পেশির পরীক্ষা হওয়ার কথা। ৩ আগস্ট হবে ইয়ো ইয়ো টেস্ট। এরপর ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল অনুশীলন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এমএইচবি/এমএইচএম