ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাইফউদ্দিনের সঙ্গে কাতারে যাচ্ছেন আরও দুই পেসার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
সাইফউদ্দিনের সঙ্গে কাতারে যাচ্ছেন আরও দুই পেসার

অনেকটা আড়ালেই চলে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এক সময় তাকে নিয়ে ছিল বড় আশা।

এখন অনেকটাই প্রাদপ্রদীপের আলোর বাইরে। এর পেছনে একটা বড় কারণ সাইফউদ্দিনের পিঠের চোট। দীর্ঘদিন ধরেই সেটি ভোগাচ্ছে তাকে।  

এবার সাইফউদ্দিনকে চিকিৎসার জন্য বিসিবির পক্ষ থেকে পাঠানো হচ্ছে কাতারে। ‘এসপেটার’ নামের একটি স্পোর্টস মেডিসিন হাসপাতালে ডাক্তার দেখাবেন তিনি। শুধু সাইফউদ্দিনই অবশ্য নন, তার সঙ্গে যাচ্ছেন আরও দুই পেসার।  

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য পেস বোলিং অলরাউন্ডার অভিষেক দাস। পিঠের চোটে ভুগছেন তিনি। এছাড়া সর্বশেষ যুব বিশ্বকাপ খেলা পেসার আশিকুর রহমানও যাচ্ছেন কাতারে।  

গত ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলেন সাইফউদ্দিন। ১২ ম্যাচে তিনি নেন ১৯ উইকেট। এরপর আবারও তার পিঠের পুরোনো চোট ফিরে আসে। অভিষেক দাস অবশ্য খেলায়ই নেই ততটা। যুব বিশ্বকাপের ফাইনালে খেলার পর ডিপিএলে এক ম্যাচ খেলেন।  

এরপর প্রথম বিভাগে খেলেছেন গত বছর, সেটিও শুধু ব্যাটার হিসেবে। চোটের কারণে তিন বছর ধরে খেলার অনেকটা বাইরেই আছেন অভিষেক। আর আশিকুর সর্বশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেন। এরপর মাঠে নামেননি তিনি।  

বাংলাদেশ সময় : ১৫৩৪ ঘণ্টা, ২ আগস্ট, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।