তামিম ইকবাল ইস্যু যেন শেষ হচ্ছেই না। আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন এই উদ্বোধনী ব্যাটার।
পরিবার নিয়ে ছুটি কাটানোর পর লন্ডনে গিয়েছিলেন তামিম। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়ে দুটি ইনজেকশন নিয়েছেন। তবে তার ক্রিকেটে ফেরার দিনক্ষণের নিশ্চয়তা মিলছে না। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। যেখানে নেতৃত্ব দেওয়ার কথা তামিমেরই।
এ বিষয়েও এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। এসব ধোঁয়াশা কাটাতে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বসার কথা আগেই জানিয়েছিলেন তামিম। এই বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবারই। যদিও এ নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।
কোথায়, কখন বৈঠক হবে সেটি জানা যায়নি। তবে শুরুতে জালাল ইউনুসের সঙ্গে বৈঠকের পর তামিম কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। এরপর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে তাদের। এরপরই বিশ্বকাপ ও এশিয়া কাপের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা কাটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময় : ১৫৪১ ঘণ্টা, ৩ আগস্ট, ২০২৩
এমএইচবি