ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অধিনায়কত্ব নিয়ে বিসিবিতে ‘অস্থিরতা’ নেই

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
অধিনায়কত্ব নিয়ে বিসিবিতে ‘অস্থিরতা’ নেই

ক্রিকেটারদের ভিড় ছিল শনিবারও। তবে তাদের অনুশীলন সীমাবদ্ধ ছিল ফিটনেস পর্যন্ত।

সিরিয়াস ভাব আসবে ৮ আগস্ট থেকে। কোচিং স্টাফের সদস্যরা আসার পর শুরু হবে স্কিল অনুশীলন। ক্রিকেটাররা না থাকলেও বিসিবির অবশ্য সিরিয়াস না হয়ে কোনো উপায় নেই।  

বিশ্বকাপের মাস দুয়েক আগে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এ মাসের শেষদিকে হবে এশিয়া কাপ। এর আগেই অধিনায়ক বেছে নিতে হবে বিসিবিকে। এতদিন ধরে সহ-অধিনায়ক নেতৃত্ব দেবেন বললেও বৃহস্পতিবার তামিমের অধিনায়কত্ব ছাড়ার পর ওই কথা বদলে যায়।  

দুয়েকজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি বোর্ড। এ নিয়ে কি কোনো অস্থিরতা আছে? এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিসিবির পরিচালক ঈসমাইল হায়দার মল্লিকের কাছে।  

তিনি বলেন, ‘না! (বিসিবিতে) কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা। তবে উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা। ’

২০২০ সালে মাশরাফি বিন মুর্তজা ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার তামিম ইকবালকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে ওয়ানডে সুপার লিগে তৃতীয় হয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারায় ওয়ানডে সিরিজ। আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দেন তামিম। এরপর ফিরে এলেও পিঠের চোটের কারণে এশিয়া কাপ না খেলার কথা জানান তামিম। ঘোষণা দেন নেতৃত্ব ছাড়ারও।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।