পাকিস্তানের মাটিতে আসন্ন এশিয়া কাপ খেলতে দল পাঠাবে না ভারত। জবাবে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান।
আজ রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের মাটিতে গিয়েই বিশ্বকাপ খেলবেন বাবর-রিজওয়ানরা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সরকার বিশ্বাস করে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো ঠিক নয়, তাই ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে পাকিস্তান দলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান বিশ্বাস করে, ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব কোনোমতেই আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ওপরে পড়া উচিত নয়। পাকিস্তানের এই সিদ্ধান্ত তাদের গঠনমূলক এবং দায়বদ্ধ মানসিকতারই প্রতিফলন। ভারত সেখানে একরোখা মানসিকতা নিয়ে বসে রয়েছে। যে কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাতে চায়নি। ’
পাকিস্তান সরকারের ওই বিবৃতিতে ভারতের মাটিতে বাবর আজমদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের আহবানও জানিয়েছে তারা, ‘পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর চিন্তা রয়েছে সরকারের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় সরকারকে এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানানো হয়েছে। আশা করা যায় ভারতে পা রাখার পর পাকিস্তান ক্রিকেট দলের জন্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ’
এদিকে এশিয়া কাপে ভারত তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। পিসিবিও বিষয়টি মেনে নিয়েছে। তবে শঙ্কা ছিল বিশ্বকাপ ঘিরে। এবার ভারতে দল পাঠাতে রাজি হয়ে সেই কঠোর অবস্থান থেকে সরে এলো পাকিস্তান।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এমএইচএম
“Pakistan has consistently maintained that sports should not be mixed with politics. It has, therefore, decided to send its cricket team to India to participate in the upcoming ICC Cricket World Cup 2023,” said a statement issued by the Foreign Office.https://t.co/RaTmvWJubc
— Dawn.com (@dawn_com) August 6, 2023