ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে পাকিস্তান

পাকিস্তানের মাটিতে আসন্ন এশিয়া কাপ খেলতে দল পাঠাবে না ভারত। জবাবে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান।

এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি পাকিস্তান সরকারের ওপর ছেড়ে দিয়েছিল দেশটির ক্রিকেট (পিসিবি)। তবে শেষ পর্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত জানালো পাকিস্তান সরকার।  

আজ রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের মাটিতে গিয়েই বিশ্বকাপ খেলবেন বাবর-রিজওয়ানরা।  

বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সরকার বিশ্বাস করে ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো ঠিক নয়, তাই ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে পাকিস্তান দলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান বিশ্বাস করে, ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব কোনোমতেই আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টের ওপরে পড়া উচিত নয়। পাকিস্তানের এই সিদ্ধান্ত তাদের গঠনমূলক এবং দায়বদ্ধ মানসিকতারই প্রতিফলন। ভারত সেখানে একরোখা মানসিকতা নিয়ে বসে রয়েছে। যে কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে দল পাঠাতে চায়নি। ’

পাকিস্তান সরকারের ওই বিবৃতিতে ভারতের মাটিতে বাবর আজমদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের আহবানও জানিয়েছে তারা, ‘পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গভীর চিন্তা রয়েছে সরকারের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় সরকারকে এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানানো হয়েছে। আশা করা যায় ভারতে পা রাখার পর পাকিস্তান ক্রিকেট দলের জন্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ’

এদিকে এশিয়া কাপে ভারত তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। পিসিবিও বিষয়টি মেনে নিয়েছে। তবে শঙ্কা ছিল বিশ্বকাপ ঘিরে। এবার ভারতে দল পাঠাতে রাজি হয়ে সেই কঠোর অবস্থান থেকে সরে এলো পাকিস্তান।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।