বিশ্ব ভ্রমণে গতকাল মধ্যরাতে ঢাকায় এসেছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি। তিন দিনের সফরে আজ ফটোসেশনের জন্য ট্রফিটি নিয়ে যাওয়া হয়েছে পদ্মা বহুমুখী সেতুতে।
এদিনের কার্যক্রম সীমাবদ্ধ থাকে এটুকুতেই। পরদিন ৮ আগস্ট ট্রফি আনা হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সকাল ৯টা থেকে ১২টা অবধি ট্রফি থাকবে মিরপুরে। এই সময়ে জাতীয় দলের পুরুষ ও নারী ক্রিকেটাররা, বর্তমান ও সাবেক ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা, সংগঠক ও গণমাধ্যমের কর্মীদের সামনে প্রদর্শন করা হবে।
জনসাধারণের জন্য ট্রফিটি উন্মুক্ত করা হবে ৯ আগস্ট। এদিন ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে দর্শকরা দেখতে পারবেন ট্রফিটি। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটি থাকবে এখানে। কোনো টিকিট ছাড়াই দেখবে পারবেন দর্শকরা।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এএইচএস