ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় ফিরলেন হাথুরু-হৃদয়

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
ঢাকায় ফিরলেন হাথুরু-হৃদয়

গত কয়েকদিনে দেশের ক্রিকেটে বেশ বড়  ঝড়ই বয়ে গেছে। অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

এরপর ছয় দিন পেরিয়ে গেলেও এখনও ওয়ানডে অধিনায়ক ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

অথচ দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপের এবারের আসর। এ সময়ে দেশে ছিলেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি ছিলেন অস্ট্রেলিয়ায়। ছুটি কাটিয়ে বুধবার দুপুরের দিকে দেশে ফিরেছেন তিনি। তার সঙ্গে একই সময়ে ফিরেছেন লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনার হয়ে দুর্দান্ত পারফর্ম করা তাওহীদ হৃদয়।  

ঢাকায় ফিরে ব্যস্ত সময়ই কাটাতে হবে হাথুরুকে। গুঞ্জন আছে, বুধবার বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় তার সঙ্গে বৈঠকে বসবেন হেড কোচ। এরপরই অধিনায়কত্ব ও এশিয়া কাপের স্কোয়াড ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বিসিবি।  

জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে ১ আগস্ট থেকে। শুরুতে ফিটনেস ট্রেনিংয়ের পর এখন স্কিলে মনোযোগী হয়েছেন ক্রিকেটাররা। কোচিং স্টাফের বাকি সদস্যরাও ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এ মাসের ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। এরপর অক্টোবরে হবে ওয়ানডে বিশ্বকাপ। প্রস্তুতি চলছে এই দুই টুর্নামেন্টকে ঘিরেই।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।