দুই বছর বাইরে থাকার পর পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন ফাহিম আশরাফ। সেটাও এশিয়া কাপ দিয়ে।
এশিয়া কাপে ১৭ সদস্যের দল থেকে বাদ পড়েছেন শান মাসুদ, হারিস সোহেল ও ইহসানউল্লাহ। ফাহিম আশরাফ ছাড়াও দলে ডাক পেয়েছেন অনভিষিক্ত তায়্যাব তাহির।
ফাহিমকে দলে রাখা নিয়ে ইনজামাম বলেন, ‘যেহেতু স্কোয়াডে আর কোনো ফাস্ট বোলিং অলরাউন্ডার নেই তাই ফাহিমকে প্রাধান্য দেওয়া হয়েছে। পিএসএল ও বাকি টুর্নামেন্টগুলোতে ভালো ফর্মে ছিল। এবং আমাদের একজন অলরাউন্ডার দরকার। সে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার, যাকে বিশ্বকাপে আমাদের দরকার আছে।
এদিকে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। মুলতানে উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান।
একনজরে এশিয়া কাপে পাকিস্তান স্কোয়াড
আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, ইফতিখার আহমেদ, তায়্যাব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এএইচএস