ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

২০১৫ বিশ্বকাপের সেই মনোবিদ এখন বাংলাদেশের সঙ্গী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
২০১৫ বিশ্বকাপের সেই মনোবিদ এখন বাংলাদেশের সঙ্গী ফিল জন্সি (বাঁ দিক থেকে প্রথম)

বাংলাদেশ দলে এখন বিদেশিদের ভিড়। কোচিং স্টাফের সব সদস্য, অ্যানালিস্ট, ট্রেনার; সবই ভিনদেশি।

সম্প্রতি দেখা মিলছে মানসিক দিক নিয়ে কাজ করেন এমন লোকদের। এখন যেমন দলের সঙ্গে আছেন ফিল জন্সি।

এই অস্ট্রেলিয়ান এবারই প্রথম নয় জাতীয় দলের সঙ্গে। এর আগে ২০১৫ বিশ্বকাপের সময়ও ছিলেন তিনি। ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। দারুণভাবে তখন দলকে অনুপ্রাণিত করতে পেরেছিলেন জন্সি। চন্ডিকা হাথুরুসিংহে আবারও নিয়ে এসেছেন তাকে।

জন্সির প্রথম বাংলাদেশে আসা অবশ্য ২০১৪ সালে। তখন ক্রিকেটারদের সঙ্গে দিন দুয়েকের একটি সেশন করেছিলেন তিনি। এরপর ২০১৫ বিশ্বকাপে সাকিব আল হাসান, তামিম ইকবালদের মনোজগত নিয়ে কাজ করেছেন ৯ দিনের মতো।

জন্সি অবশ্য পুরোপুরি মনোবিদ নন। বড় টুর্নামেন্ট বা ইভেন্টের আগে কীভাবে মনের দুশ্চিন্তা বা ধোঁয়াশা দূর করে নিজের ভেতরে থাকা ক্ষমতাকে ইতিবাচক করা যায় সেই কাজ করেন তিনি। বিশ্বের অনেক বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের হয়েও কাজ করেছেন। এবার বাংলাদেশ দলের সঙ্গে থাকতে পারেন বিশ্বকাপ অবধি।

বাংলাদেশ সময় : ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।