ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সরকার বিরোধী মিছিল: বিসিবির চাকরি ছাড়লেন দেবব্রত

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
সরকার বিরোধী মিছিল: বিসিবির চাকরি ছাড়লেন দেবব্রত

সরকার বিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন ‘ক্রিকেট অঙ্গন’ ব্যানারে। এবার এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকরি ছাড়লেন বিসিবির ম্যাচ রেফারি দেবব্রত পাল।

একই সঙ্গে তিনি ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সাধারণ সম্পাদকও।  

দেবব্রতের চাকরি ছাড়ার খবরটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ারস ও ম্যাচ রেফারি কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

তিনি বলেন, ‘ওর সঙ্গে আমার কথা হয়েছে। ম্যাচ রেফারির দায়িত্ব থেকে পদত্যাগ করেছে। আমরা কোনো কিছু ইস্যু করিনি। এর আগেই ও নিজে থেকে পদত্যাগ করেছে। ’

ম্যাচ রেফারির দায়িত্ব থেকে কেন পদত্যাগ করলেন এ নিয়ে জানতে চাইলে ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘ও আমাদের বলেছে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। ’

তবে দেবব্রত পালের পদত্যাগের কারণ যে অন্য সেটি অনেকটাই স্পষ্ট। কিছুদিন আগে ‘ক্রিকেট অঙ্গন’ লেখা একটি ব্যানারে সরকার বিরোধী একটি সমাবেশে যোগ দেন তিনি। এ নিয়ে বিসিবির অসন্তোষ ছিল। সেটি বুঝতে পেরে নিজে থেকেই পদত্যাগ করেন দেবব্রত।  

তার সরকার বিরোধী মিছিলে অংশ নেওয়া নিয়ে জানতে চাইলে মিঠু বলেন, ‘ক্রিকেট অঙ্গন লিখে সমাবেশে যোগ দিয়েছে। ওটা নিয়ে আমরা কোনো অ্যাকশনে যাওয়ার আগেই পদত্যাগ করেছে। যে কেউ যদি কোথাও চাকরি করে, তখন তো এটা করতে পারে না। ’

‘এখানে ক্রিকেট অঙ্গন লিখে ওর যাওয়া উচিত হয়নি। ব্যক্তিগতভাবে আমি কোনো দলের সমর্থক হতেই পারি। কিন্তু ক্রিকেট অঙ্গন বলে তো আপনি অংশ নিতে পারেন না। আমি নিজেও ক্রিকেটার। ও তো আমাদের ক্রিকেটারদেরই ছোট করেছে। ’

শুধু দেবব্রতই নন, ক্রিকেট অঙ্গনের আরও বেশ কয়েকজন পরিচিত মুখকে দেখা গিয়েছে ওই ব্যানার নিয়ে মিছিল করতে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাওয়া হয় মিঠুর কাছে।  

তিনি বলেন, ‘তিনজনে কীভাবে ক্রিকেট অঙ্গন হয়? যদি দুইশ লোক হতো, তাহলে একটা কথা ছিল। দেবব্রত তো ক্রিকেট বোর্ডে চাকরি করে, বাকিরা করে না। ব্যক্তিগতভাবে কেউ নিতে পারে, সমস্যা নাই। ’

এ নিয়ে জানতে কয়েকবার ফোন করা হলেও দেবব্রত পাল ধরেননি। জাতীয় দলের হয়ে কখনো খেলেননি তিনি। স্বীকৃত ক্রিকেটে ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। দীর্ঘদিন ধরে ম্যাচ রেফারির দায়িত্বের সঙ্গে প্রায় এক যুগ ধরে সামলাচ্ছেন কোয়াবের সাধারণ সম্পাদকের দায়িত্ব।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।