ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের পর বিয়ে করবেন বাবর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
বিশ্বকাপের পর বিয়ে করবেন বাবর!

চলতি বছর গাঁটছড়া বেঁধেছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। এবার গুঞ্জন শোনা যাচ্ছে অধিনায়ক বাবর আজমকে নিয়েও।

অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ শেষেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। বাবরের ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত হয়ে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিইও টিভি।

বিশ্বকাপের পরপরই ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। এর আগেই  বাবরের বিয়ে সম্পন্ন করতে চায় তার পরিবার। পাত্রী সম্পর্কে বাবরের খালাতো বোন হন।  গত বছরই তাদের বিয়ে করার সম্ভাবনা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে তা হয়ে উঠেনি।  

পাকিস্তান অধিনায়কের বিয়ের ব্যাপারে অবগত আছেন তার সতীর্থরা। বাবরের আগে এই বছর বিয়ে করেছেন- শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খান ও শান মাসুদ। এরপরই বাবরের বিয়ে নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়।  

সবকিছু ঠিক থাকলে আগামী বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দ্রুতই নিজেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারে পরিণত করেন তিনি। ওয়ানডে র‍্যাংকিংয়ে বর্তমানে শীর্ষে আছেন ডানহাতি এই ব্যাটার। এছাড়া বাকি দুই ফরম্যাটেও তার অবস্থান সেরা পাঁচের ভেতর।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।